শনিবার, ১৬ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা
টিপস্

ডায়াবেটিস প্রতিরোধে সবুজ চা-পেঁপে

স্বাস্থ্য ডেস্ক

ডায়াবেটিস প্রতিরোধে সবুজ চা-পেঁপে

সবুজ চা (গ্রিন টি) ও পেঁপে ডায়াবেটিস প্রতিরোধ করতে পারে। কেউ যদি নিয়মানুসারে সবুজ চা পান করেন এবং প্রক্রিয়াজাত (ফারমেন্টেড) পেঁপে খান তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব। সম্প্র্রতি এক গবেষণায় এমনটাই দাবি করেছেন মরিশাস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। প্রফেসর দিসহান বাহোরান বলেন, সবুজ চা রক্তে চিনির মাত্রা বেড়ে যাওয়া প্রতিরোধ করে। আর প্রক্রিয়াজাত পেঁপে মানবদেহের প্রতিক্রিয়াশীল প্রোটিন সি ও ইউরিক এসিড কমাতে ইতিবাচক সাহায্য করে।

সর্বশেষ খবর