সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের পার্থক্য

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের পার্থক্য

হার্ট অ্যাটাক এবং স্ট্রোক মানুষের জীবনের দুটি জটিল অধ্যায় যা হঠাৎ শয্যাশায়ী করে, জীবনকে ছন্দহীন করে না ফেরার দেশে পৌঁছে দিতে পারে অথবা করে দিতে পারে আজীবনের জন্য পঙ্গু যা পরিবার, সমাজ ও দেশের জন্য বোঝা। হার্ট অ্যাটাক ও স্ট্রোক সাধারণত ভুলভাবে উচ্চারিত হয়ে থাকে। কেউ কেউ স্ট্রোককে হার্ট অ্যাটাক বলে ভুল করে থাকেন, আবার হার্ট অ্যাটাককে ভুলে স্ট্রোক বলে থাকেন।

হার্ট অ্যাটাক : হূপণ্ডের কোষ রক্ত সরবরাহ না পেয়ে ধ্বংস হয়ে যাওয়াকেই হার্ট অ্যাটাক বলা যায়।

একিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন এবং আনস্ট্র্যাবল অ্যানজাইনায় এ রকম চরম অবস্থা সৃষ্টি হয়।

স্ট্রোক : মস্তিষ্কের নার্ভকোষে হঠাৎ রক্ত সরবরাহ কমে গেলে কর্মক্ষমতা হারিয়ে ফেলে। মস্তিষ্কের রক্তনালীতে রক্ত জমাট বাঁধলে বা রক্তনালি ছিঁড়ে এমন বিপর্যয়কর অবস্থার সৃষ্টি হয়।

এদের মধ্যে মূল পার্থক্য :

হার্ট অ্যাটাক : হূদযন্ত্রের রোগ, হূদযন্ত্রের রক্তনালির ৭০ ভাগ বা বেশি বন্ধ হলে হয়, শরীরের কোনো অংশ সাধারণত অবশ হয় না, বুকে সাধারণত ব্যথা হয়। দ্রুত চিকিৎসা দিতে হয়, ইসিজি, কার্ডিয়াক এনজাইম ও ইকো প্রাথমিক পরীক্ষা।

স্ট্রোক : মস্তিষ্কের রোগ, মাথায় রক্তনালি বন্ধ হলে বা ছিঁড়ে গেলে হয়, শরীরের এক পাশ অবশ হতে পারে। সাধারণত ব্যথা হয় না। চিকিৎসার জন্য কিছুটা সময় পাওয়া যায়। সিটি স্ক্যান প্রাথমিক পরীক্ষা।

ডা. লিয়াকত হোসেন, সহকারী অধ্যাপক, জাতীয় হূদরোগ ইনস্টিটিউট, ঢাকা।

সর্বশেষ খবর