শনিবার, ৪ জুন, ২০১৬ ০০:০০ টা
প্রেসক্রিপশন

রোজায় থাকুন কোমর ব্যথামুক্ত

রোজায় থাকুন কোমর ব্যথামুক্ত

বেশিরভাগ মানুষই জীবনের কোনো না কোনো সময় কোমর ব্যথাজনিত সমস্যায় ভুগে থাকেন। কোমর ব্যথার অনেক কারণ রয়েছে। এর মধ্যে ৯০ ভাগই হচ্ছে মেকানিক্যাল সমস্যা। কোমরের ব্যথা আস্তে আস্তে বাড়তে পারে। নড়াচড়ার কারণে কাজকর্মে ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে। ব্যথা কোমরে থাকতে পারে বা কোমর থেকে পায়ের দিকে নামতে পারে অথবা পা থেকে কোমর পর্যন্ত উঠতে পারে। অনেক সময় কোমর থেকে ব্যথা মেরুদণ্ডের পেছন দিক দিয়ে মাথা পর্যন্ত উঠতে পারে। রোগী অনেকক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকতে পারে না। ব্যথার সঙ্গে পা শিন-শিন বা ঝিন-ঝিন জাতীয় ব্যথা নামতে বা উঠতে পারে, হাঁটতে গেলে পা ভিজে আসে বা আটকে যেতে পারে, ব্যথা দুই পায়ে বা যে কোনো এক পায়ে নামতে পারে। কোমার ব্যথাজনিত সমস্যার অত্যাধুনিক চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি। এই চিকিৎসা ব্যবস্থায় রোগীকে আল্ট্রাসাউন্ড থেরাপি, লাম্বার ট্রাকশন, শর্টওয়েভ ডায়াথার্মি, অতিলোহিত রশ্মি, ইন্টারফেরেনশিয়াল থেরাপি, মসেল ইস্টিমুলেটর, অটো ও বিভিন্ন প্রকার ব্যায়ামের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।

ডা. মো. সফিউল্লাহ প্রধান চেয়ারম্যান, ডিপিআরসি হাসপাতাল, মোহাম্মদপুর, ঢাকা।

ফোন : ০১৯৮৯০০০২২২

সর্বশেষ খবর