Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ৮ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৭ জুন, ২০১৬ ২৩:৪৯
প্রেসক্রিপশন
মেরুদণ্ডের যত রোগ
মেরুদণ্ডের যত রোগ

স্পন্ডালাইসিস বা মেরুদণ্ডের রোগ হলো একাধিক ডিজেনারটিভ ডিজিজের বহিঃপ্রকাশ। স্লিপড ডিস্কও (ডিস্কের বিচ্যুতি) এক ধরনের স্পন্ডালাইসিস। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে ক্ষয়ে যায়। শিরদাঁড়া ও অস্থিসন্ধি এর ব্যতিক্রম নয়। হাঁটু-কনুইয়ের মতো শিরদাঁড়া সংযোগের অস্টিওআর্থ্রাইটিস হয়।

এর প্রভাব পড়ে ফ্যাসেট

জয়েন্টে আর্থ্রাইটিস হলে ফ্যাসেটের হাড় বড় হয়ে জয়েন্টের নমনীয়তা নষ্ট হয়। হাড় বেড়ে গিয়ে স্পাইনাল কর্ড বা নার্ভের ওপর চাপ সৃষ্টি করে। শিরদাঁড়ার দুটি হাড়ের মাঝখানে ডিস্ক থাকে। ডিস্ক হলো এক ধরনের জেলির মতো পদার্থ। বয়স যত বাড়ে, ডিস্কে পানির ভাগও তত শুকিয়ে যায়। এতে শিরদাঁড়ার নমনীয়তা কমতে থাকে ও ব্যথা হয়। ডিস্ক বেরিয়ে পড়ে কোমর, ঘাড় বা পিঠে ব্যথা হয়। এটি হলো স্লিপড ডিস্কের সমস্যা। আবার ডিস্ক বেরিয়ে পড়ে নার্ভ ও স্পাইনাল কর্ডের ওপর চাপ দিতে পারে। লিগামেন্টাম ফ্যাভাম বেশ মোটা হয়ে গেলে স্পাইনাল কর্ডের ওপর চাপ সৃষ্টি করে। এটি জেনেটিক কারণে হলেও জীবনধারার দোষে এ ধরনের সমস্যা হতে পারে। ওজন খুব বেশি হলে ডিস্কের ওপর স্বাভাবিকভাবেই বেশি চাপ পড়ে। আবার যারা অত্যধিক দৌড়াদৌড়ি করেন, তাদের ক্ষেত্রেও ডিস্কের ক্ষতি বেশি হয়।

রোগের ধরন অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়ে থাকে। ব্যথা কমাতে ওষুধ এবং খুব বেশি ব্যথা হলে ইনজেকশন দেওয়া হয়।

ডা. মো. রেজাউল আমিন টিটু

সহকারী অধ্যাপক, নিউরো সার্জারি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

এই পাতার আরো খবর
up-arrow