মঙ্গলবার, ২১ জুন, ২০১৬ ০০:০০ টা

ইন্টিগ্রেটেড পেইন ম্যানেজমেন্ট

ডা. মোহাম্মদ আলী

ইন্টিগ্রেটেড পেইন ম্যানেজমেন্ট

অনেক ক্ষেত্রেই দেখা যায় শুধু ফিজিওথেরাপি কিংবা শুধু ব্যথার ওষুধ রোগীকে ব্যথার কষ্ট থেকে মুক্তি দিচ্ছে না। যেমন ধরুন হাঁটু ব্যথা। অনেকে অভিযোগ করেন, যতদিন ফিজিওথেরাপি দিয়েছেন বা ব্যথার ওষুধ খেয়েছেন ততদিন সুস্থ ছিলেন। চিকিৎসা বন্ধ করার কিছুদিন পর আবার আগের মতো ব্যথা শুরু হয়ে গেছে! এসব ক্ষেত্রে ইন্টিগ্রেটেড পেইন ম্যানেজমেন্ট (আইপিএম)

টেকনিক খুব কার্যকর। অস্টিও আথ্রাইটিসের ফলে আমাদের হাঁটুর সাইনুভিয়াল ফ্লুইড শুকিয়ে যায় বা এর স্থিতিস্থাপকতা কমে আসে। এখন যদি আইপিএম প্রয়োগ করে আক্রান্ত হাঁটুকে আগের চেয়ে বেশি সজীব করা যায় তবে নিশ্চিতভাবে চিকিৎসা শেষ হওয়ার পরও ব্যথা ফিরে আসবে না এবং রোগী আগের চেয়ে অনেক ভালো থাকবে। আইপিএম ঘাড়-কোমর ব্যথার ক্ষেত্রেও প্রযোজ্য। অনেক  কোমর ব্যথার রোগী মাসের পর মাস ব্যথার ওষুধ খেয়েও সুস্থ হতে পারেন না। এই ক্ষেত্রে রোগীকে যদি সমন্বিত চিকিৎসা বা আইপিএম প্রদান করা যায় তবে খুব ভালো ফল পাওয়া যায়। অনেকের ক্ষেত্রে বিশ্রামও চিকিৎসার অংশ। ফিজিওথেরাপি নিচ্ছেন অথচ প্রয়োজনীয় বিশ্রাম নিচ্ছেন না, তাতে চিকিৎসা কাজে না লাগার সম্ভাবনাই বেশি। আইপিএমের উদ্দেশ্য হলো যার ক্ষেত্রে যে চিকিৎসা প্রয়োজন তা পুঙ্খানুপুঙ্খ প্রদান করা এবং রোগীর ব্যথা সাময়িক নয়, স্থায়ীভাবে কমানো। এক্ষেত্রে যেমন চিকিৎসককে দক্ষ হতে হবে তেমনি রোগীকেও চিকিৎসকের পরামর্শ শতভাগ মেনে চলতে হবে। কাঁধের ব্যথা বা ফ্রোজেন সোল্ডারেও আইপিএম খুব কার্যকর। যদিও ফ্রোজেন সোল্ডার সেল্ফ লিমিটিং ডিজিস, তবুও এই ব্যথা দীর্ঘমেয়াদে মানুষকে কষ্ট দেয়। ব্যথা শুরু হওয়ার তিন থেকে ছয় মাস সময়ের মধ্যে রোগীরা সবচেয়ে বেশি কষ্ট পায়। তাই কাঁধে ব্যথা রোগীদের খুব দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হয়ে আইপিএম শুরু করা উচিত।

লেখক : চিফ কনসালটেন্ট,

হাসনাহেনা পেইন ফিজিওথেরাপি ক্লিনিক, উত্তরা, ঢাকা।

সর্বশেষ খবর