মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

প্রেসক্রিপশন

শিশু-কিশোরদের কয়েকটি বিশেষ সমস্যা বিছানায় প্রশ্রাব করা চার বছর বয়সের পর স্বাভাবিক নয়। কাপড়ে মল ত্যাগ করা (চার বছর বয়সের পরে)। খাদ্য গ্রহণে শিশুর অনিচ্ছা। ঘুমের সমস্যা। স্কুল পালানো, স্কুলভীতি। পড়াশোনায় অমনোযোগী। হিস্টেরিয়া। শুচিবাই। কনডাক্ট ডিজঅর্ডার বা আচরণের ত্রুটি— এই শিশুরা  সাধারণত অবাধ্য থাকে, কারও কথা শোনে না, মিথ্যা কথা বলে। মৃগী রোগী। মাথাব্যথা অহেতুক ভয়ভীতি। হঠাত্ খেপে যাওয়া, রেগে যাওয়া, জিনিসপত্র ভেঙে ফেলা। অটিজম। বিষণ্নতা।

যেভাবে প্রকাশ পেতে পারে : একটি ৭-৮ বছরের ছেলে কেবল ভয় পায় আর কান্না করে। আত্মীয়স্বজন প্রথমেই ফকির-কবিরাজের কাছে নিয়ে গেল কিন্তু কোনো উন্নতি না দেখে ছয় মাস ভোগান্তির পর চিকিত্সা শুরু হলো। এখন সে সম্পূর্ণ সুস্থ জীবনযাপন করছে। একটি ১০-১২ বছরের মেয়ের মাথাব্যথা। এ ডাক্তার ওই ডাক্তার করে ঘুরে বেড়াচ্ছে।  সব পরীক্ষার রিপোর্ট নরমাল। কিন্তু মাথাব্যথা কমছে না।

ডা. মো. দেলোয়ার হোসেন, আনোয়ার খান মডার্ন হাসপাতাল, ধানমণ্ডি, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর