সোমবার, ১১ জুলাই, ২০১৬ ০০:০০ টা
হেলথ টিপস

হঠাৎ পুড়ে গেলে করণীয়

স্বাস্থ্য ডেস্ক

হঠাৎ পুড়ে গেলে করণীয়

সুস্বাদু কিছু রান্না করছেন এ সময় হঠাৎ করে আগুন লেগে হাত বা শরীরের অন্য কোনো অংশ একটু পুড়ে গেল। তখন বিস্ময়ের মধ্যে কী করবেন তা অনেকেই বুঝে উঠতে পারেন না। বা দিয়াশলাই দিয়ে চুলায় আগুন দিতে গিয়ে  একটু পুড়ে গেলো। এসব পোড়ায় অবশ্যই প্রচণ্ড জ্বলে ও ব্যথা করে। এমন পরিস্থিতিতে করণীয় কী তা নিয়েই নিচে আলোচনা করা হলো—

ঠাণ্ডা পানি : সাবধান থাকার পরেও হাত পা পুড়ে গেলে ক্ষতস্থানে অনেক সময় ধরে ঠাণ্ডা পানি ঢালতে হবে। ঠাণ্ডা পানি পোড়া জায়গার জ্বালা কমিয়ে ফোসকা পড়ার ঝুঁকি কমায়। প্রতি দুই তিন ঘণ্টা পর পর আক্রান্ত স্থানটি ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। তবে পোড়া স্থানে বরফ ব্যবহার করা উচিত নয়। কারণ বরফ পোড়া স্থানের রক্ত চলাচল বন্ধ করে দিয়ে পোড়া স্থানের

ক্ষতির কারণ হতে পারে।

অ্যালোভেরা :  কোথাও পুড়ে গেলে অ্যালোভেরার জেল বের করে পোড়া জায়গায় লাগিয়ে নিন। অ্যালোভেরায় ব্যাথা কমানোর গুণ আছে। পোড়া জায়গায় অ্যালোভেরা লাগিয়ে দিলে কিছুক্ষণের মধ্যেই ত্বকে শীতল অনুভূতি পাওয়া যাবে এবং জ্বালা ভাব কমে যাবে। প্রথমে পোড়া জায়গাটা ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এরপর এক টুকরো অ্যালোভেরার পাতা থেকে তাজা রস বের করে পোড়া স্থানে লাগিয়ে নিন। এভাবে দিনে বেশ কয়েকবার লাগাতে পারেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর