শনিবার, ১৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

প্রেসক্রিপশন

প্রেসক্রিপশন

নিলীমা চৌধুরী (ছদ্মনাম)।

ত্রিশ  পেরুনো স্বাবলম্বী নারী উদ্যোক্তা। নিজের অফিসে সপ্তাহে ৬ দিন ৯টা-৫টা অফিস করেন। হঠাৎ একদিন ভোরে মেঝে থেকে এক টুকরা কাগজ তুলতে গিয়ে কোমরে তীব্র টান ধরল, প্রচণ্ড ব্যথায় ঝাঁকুনি দিয়ে উঠল শরীর। নিজেকে কোনোমতে সামলে বিছানা পর্যন্ত যেতে পারলেন। সটান শুয়ে পড়লেন কিন্তু কোনোমতেই ব্যথা কমছিল না। পরিবারে অন্য সদস্যদের সহায়তায় ব্যথার ওষুধ সেবন করলেন, কিন্তু না ব্যথা কমল না।

এভাবে তিন-চার দিন চলে গেল। এম আর আই রিপোর্ট হাতে পাওয়ার পর দেখা গেল কোমরের চার ও পাঁচ নম্বর কশেরুকার মধ্যবর্তী চাকতিটি পেছনের দিকে সরে গিয়ে মেরুরজ্জু (স্পাইনাল কর্ড) আর কোমরের স্নায়ুর গোড়ায় প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে। তবে আশার কথা হলে ডিস্কটি ছিঁড়ে যায়নি, কেবল বের হয়ে চাপ সৃষ্টি করেছে। এ ধরনের রোগীর ক্ষেত্রে ব্যথানাশক ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি বেশ সহায়ক ভূমিকা পালন করে। তবে প্রাথমিক অবস্থা থেকে চিকিৎসা নিলে ফলাফল ভালো পাওয়া যায়। অন্যথায় জটিলতা বাড়তে পারে।

ডা. মোহাম্মদ আলী

পরিচালক,এইচপিআরসি, ঢাকা    ফোন: ০১৮৭২৫৫৫৪৪৪।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর