মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
প্রেসক্রিপশন

চোখের নানাবিধ সমস্যায় করণীয়

চোখের নানাবিধ সমস্যায় করণীয়

এক চোখে ডাবল ভিশন হলে দেখতে হবে চোখের ছানি পড়েছে কিনা। দু-চোখে ডাবল ভিশন হতে পারে নানা কারণে। যেমন : চোখের এক বা একাধিক মাংসপেশির দুর্বলতা। কিছু বিশেষ ধরনের ব্রেন টিউমার। কিছু ক্ষেত্রে পক্ষাঘাতের দরুনও এরকম হয়। সাধারণ ক্লান্তি, শরীরে নুনের ঘাটতি এবং কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় চোখ কাঁপা বা মাউওকেমিয়া হয়। কারণ দূর হলে নিজে থেকেই কয়েক দিনের মধ্যে সমস্যা মিটে যায়। ১০-১৫ দিন পরও সমস্যা থেকে গেলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। চোখ বড় হয়ে ঠিকরে বেরিয়ে আসার কিছু কারণ— থাইরয়েডের সমস্যা। চোখের সামনে থেকে আলোর ঝলক, কালো বিন্দু বা কালো ঝুলের মতো কিছু ঘুরে বেড়ালে নানা করণে হতে পারে। যার মধ্যে সবচেয়ে বিপজ্জনক হলো রেটিনা ডিটাচমেন্ট। চোখ পরীক্ষা করিয়ে দিন একবার। ডাক্তারকে আপনার সমস্যার কথা বলুন। চোখের মণিতে সাদা দাগ থাকার কিছু কারণ : কর্ণিয়ার আলসার সেরে যাওয়ার পর অনেক সময় মণিতে সাদা দাগ থেকে যায়। চোখে আঘাত লাগলেও এরকম হতে পারে। অন্যদিকে চোখের নিচে কালি পড়ার পিছনে অনেক কারণ থাকতে পারে। সাধারণত স্বাস্থ্য খারাপ হলে এরকম হয় অনেক সময়। সবুজ শাকসবজি, পানি প্রচুর পরিমাণে পান করুন। কোষ্ঠকাঠিন্য সারিয়ে ফেলুন। মন দুশ্চিন্তামুক্ত রাখার চেষ্টা করুন। ঠিকভাবে ঘুম হয় কিনা সেদিকে খেয়াল রাখুন। চোখের উপরের পাতা ঝুলে পড়ে চোখ বন্ধ হয়ে যাওয়া ভাইরাস সংক্রমণ, ডায়াবেটিস, টিউমার ইত্যাদি কারণে হয়।

প্রফেসর সৈয়দ একে আজাদ, বিভাগীয় প্রধান (চক্ষু বিভাগ), (পিআরএল) ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।

সর্বশেষ খবর