বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ

বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ

বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে এ দিনটি।  ফিজিওথেরাপি চিকিৎসাবিজ্ঞানের একটি বিশেষ চিকিৎসা পদ্ধতি যার বিজ্ঞানসম্মত ভিত্তি আছে এবং যে চিকিৎসায় রোগী সুস্থ হয়ে কাজে ফিরে যেতে পারে। শারীরিক সুস্থতার অপরিহার্য শাখা হচ্ছে ফিজিওথেরাপি, ডাব্লিউসিপিটি  এর মতে ফিজিওথেরাপি এমন একটি চিকিৎসাপদ্ধতি যা রোগীর সার্বিক অবস্থার উন্নতি সাধন করে, যথোপযুক্ত চলন ক্ষমতা ও কর্মদক্ষতা আনয়ন করে এবং সারা জীবন এই অবস্থার ধারাবাহিকতা সচল রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ চিকিৎসাটি বর্তমান বিশ্বে বিশেষভাবে সমাদৃত। এই পেশায় রয়েছে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ যেমন : অর্থোপেডিক্স, নিউরোলজি, পেডিয়েট্রিক্স, কার্ডিওভাসকুলার, গাইকোলজি, স্পোর্ট ইনজুর অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফিজিওপেরাপি বিশেষজ্ঞ। বর্তমানে আমাদের দেশেও এরকম বিশেষায়িত চিকিৎসা বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টরা প্রদান করে থাকেন। সুস্থ দেহ, সুন্দর মন, এমনটি যেমন জীবনের এক অপরিহার্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। নিজেকে ফিট রাখতে গেলে নিয়মিত স্বাস্থ্য পরিচর্যা, হাঁটাহাঁটি, ব্যায়াম করা, সুষম ও সঠিক খাদ্যাভ্যাস অত্যন্ত জরুরি, যা ডায়াবেটিস, হার্টের রোগ, কিডনি, হাইপারটেশনসহ বিভিন্ন ধরনের ব্যথা ও অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়।

বিশ্ব ফিজিওথেরাপি দিবসে আমাদের সবার কাম্য যেন সবাই সুস্থ থাকি, ফিট থাকি শারীরিক অবস্থা নিয়ে। সুস্থতার জন্য চিকিৎসা দরকার আর সেই চিকিৎসা যেন একজন ভালো চিকিৎসকের কাছ থেকে নিতে পারি। সেবার কাজে ব্রত যারা থাকেন তাদেরও উচিত ভালো চিকিৎসা দিয়ে রোগীকে মূল্যায়ন করা এবং সঠিক তথ্য প্রদান করা। তাই এই দিবসের মাধ্যমে আমরা যারা ফিজিওথেরাপি চিকিৎসক আছি তাদেরও সচেতন হতে হবে, সম্মান ও স্নেহ  দেখাতে হবে পেশাজীবীদের একে অন্যের প্রতি।

ডা. মো. শাহাদৎ হোসেন (পিটি)

মহাসচিব, বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন, ঢাকা।

সর্বশেষ খবর