Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৯ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৩৪
বাঁ পাশ ফিরে ঘুমানোই স্বাস্থ্যকর
বাঁ পাশ ফিরে ঘুমানোই স্বাস্থ্যকর

শরীর, মনকে উত্ফুল্ল রাখতে প্রয়োজন নিবিড় ঘুম। ঘুমের মতো আরামপ্রদ কাজ কমই আছে। আর ঘুমের ক্ষেত্রে প্রত্যেকেরই নিজস্ব কিছু পছন্দের মুদ্রা থাকে। কেউ চিৎ হয়ে ঘুমোতে পছন্দ করেন, কেউ ডান পাশ ফিরে ঘুমাতে ভালোবাসেন, কেউ বাঁ পাশ ফিরে। কিন্তু জানেন কি, আপনি কীভাবে ঘুমোচ্ছেন, তার উপর অনেকখানি নির্ভর করে আপনার স্বাস্থ্য এবং সুস্থতা। জার্নাল ফর অল্টারনেটিভ অ্যান্ড কমপ্লিমেন্টারি মেডিসিনে প্রকাশিত ডাক্তার জন ডাউলার্ড রচিত একটি গবেষণাপত্রে তেমনটাই দাবি করা হচ্ছে।

ওই গবেষণাপত্রে বলা হচ্ছে, চিৎ হয়ে ঘুমানো একেবারেই স্বাস্থ্যকর নয়। বিশেষত যারা হাঁপানিতে ভুগছেন কিংবা ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা হয় যাদের (স্লিপ অ্যাপনিয়া) তাদের চিৎ হয়ে ঘুমানো একেবারেই উচিৎ নয়। কারণ চিৎ হয়ে ঘুমালে শ্বাসপ্রশ্বাসের সমস্যা দেখা দেয়। ডান পাশ ফিরে ঘুমানোও ভাল নয়। কারণ ডান পাশ ফিরে যারা ঘুমান তাদের অনেকের মধ্যেই হজমের গোলমাল দেখা দেয়। পরিণামে কম এবং অগভীর ঘুমের সমস্যাও দেখা দিতে পারে। গবেষণাপত্রটির পরামর্শ, বাঁ পাশ ফিরে ঘুমানোই সবচেয়ে স্বাস্থ্যকর। বাঁ পাশ ফিরে ঘুমালে গৃহীত খাদ্য দ্রুত হজম হয়।

সূত্র : হেলথ জার্নাল।

এই পাতার আরো খবর
up-arrow