সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

টিপস্

হেলথ জার্নাল

টিপস্

বমিভাব বা বমি হলে আদা রসের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে পান করুন। গ্যাস্ট্রিকের সমস্যায় ২ কাপ পানিতে এক টুকরো আদা ছেঁচে গরম করে চায়ের মতো তৈরি করে পান করুন। দুর্বলতায় এক টুকরো আদা খেয়ে নিন। আদার রস ব্যাথা কমাতেও কাজ করে। যেখানে আঘাত সেখানে লাগাতে পারেন আদার রস। এমনকি আদার রস পান করলেও ব্যথা কমে। নিয়মিত আদা খেলে পুরুষের প্রজনন ক্ষমতা বাড়ে। স্পার্ম কাউন্ট বৃদ্ধি করে আদা। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর