শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

হেলথ টিপস

স্বাস্থ্য ডেস্ক

চুলের যত্নে ডিম ও মধু বেশ কার্যকর। ডিম ও মধু একসঙ্গে মিশিয়ে কন্ডিশনার তৈরি করা যায়। চুলে পরিপূর্ণ পুষ্টি যোগাতে এই কন্ডিশনারটি ব্যবহার করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক, সুস্থ, সুন্দর ও ঝলমলে চুলের জন্য কীভাবে এটি তৈরি করতে হবে- দুই টেবিল চামচ অলিভ অয়েল, এক চামচ মধু ও দুটি ডিম নিন। মাইক্রোওভেনে গরম করা যাবে এমন একটি বাটিতে মধু এবং অলিভ অয়েল ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি অল্প আঁঁচে মাইক্রোওয়েভ ওভেনে ৩০ সেকেন্ড গরম করতে হবে। (এই ধাপে ডিম মেশানো যাবে না।) মিশ্রণটি হালকা গরম হলে এর মধ্যে দুটি ডিম দিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশ্রণটি মেশাতে হবে। চুল চার ভাগে ভাগ করে মাথার ত্বকে ও চুলের গোড়ায় মিশ্রণটি ভালোভাবে লাগিয়ে আলতো হাতে মালিশ করতে হবে। এতে মাথার মৃতকোষ উঠে আসবে। ৩০ মিনিট অপেক্ষা করে চিরুনি দিয়ে আঁঁচড়ে কিছু মিশ্রণ চুলে ছড়িয়ে দিতে হবে। এরপর ভালোভাবে ধুয়ে ফেলুন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর