শনিবার, ৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সুস্থ্য হার্টের জন্য করণীয়

স্বাস্থ্য ডেস্ক

♦ Thyrotoxicous-এটি থাইরয়েড গ্লান্ডের রোগ। এর ফলে রোগীর বুক অনেক সময় ধড়ফড় করে এবং হৃদস্পন্দন অনিয়মিত হয়। সঠিক চিকিৎসা না করলে রোগীর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যেতে পারে।

♦ হৃদরোগ অনেক কারণে হয়ে থাকে। তবে Thyroid lands Difs-function অর্থাৎ (Hyphoth yrodism A^ev Hypherth yrodism)-এ দুটি কারণে হৃদরোগ জটিল আকার ধারণ করতে পারে। তাই Thyroid glands Function নির্ণয় করে চিকিৎসা নিন।

 ♦ হৃদরোগে অনেক সময় স্বাভাবিক অবস্থায়ও বুকের হৃদস্পন্দন কখনো বেড়ে যায় বা কমে যায়। বেড়ে যাওয়াকে Sinustaehy cardia এবং কমে যাওয়াকে Sinustaeh বলে। সঠিকভাবে রোগ নির্ণয় করে চিকিৎসা করলে এ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

♦ প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাঁটা উত্তম। নিয়মিত হাঁটলে খারাপ কোলেস্টেরল কমে যায়। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। পাশাপাশি খাওয়ার রুচিও বাড়ে।

♦ পঞ্চাশোর্ধ পুরুষ-মহিলাদের Sieksinsyndrom নামে একটি রোগ হয়ে থাকে। মাথা ঘুরে পড়ে যাওয়া এ রোগের লক্ষণ।  তাই হার্টের সুস্থ্যতায় সতর্ক ও যত্নবান হতে হবে। -

সর্বশেষ খবর