Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ২২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২১ অক্টোবর, ২০১৬ ২৩:৫৮
সাইনোসাইটিস

এ সময়টাতে অনেকেরই একটানা কাশি ও হাঁচি লেগেই থাকে। নিঃশ্বাস নেওয়ার সময় আওয়াজ হয় অনেকেরই। তবে কয়েকদিনের মধ্যেই চলে যায়। যদি এগুলো অ্যালার্জির জন্য হয় এবং চিকিৎসা করা না হয় তাহলে সাইনোসাইটিস, কানের অসুখ, নাকের পলিপাস দেখা দিতে পারে। এ সময়টাতে এসব রোগ বেশি পরিলক্ষিত হয়। সুতরাং যারা ঘন ঘন কাশি, হাঁচি ইত্যাদিতে ভোগেন তাদের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত। ফ্লু লক্ষণগুলো হলো— জ্বর, গায়ে ব্যথা, নাক দিয়ে পানি পড়া, কাশি। এ লক্ষণগুলো দ্রুত  তীব্র আকার ধারণ করে। সাধারণত এক সপ্তাহের মধ্যেই লক্ষণগুলো চলে যায়। ভাইরাস  থেকে এ সমস্যা হয়।

এছাড়া ক্রনিক সাইনোসাইটিসের লক্ষণগুলো অ্যাকিউট সাইনোসাইটিসের মতোই।  যদি এ লক্ষণগুলো দুই মাসের বেশি থাকে তাহলে এটিকে ক্রনিক সাইনোসাইটিস বলে।

অধ্যক্ষ ডা. কালাম আজাদ

কনসালটেন্ট, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল, ঢাকা।

ফোন : ০১৯২৮৭০৫০৩০

এই পাতার আরো খবর
up-arrow