সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

হূদরোগ নিয়ে কিছু কথা

পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ যে চারটি রোগে মারা যায় হার্টের অসুখ তাদের মধ্যে দুই নম্বর। সস্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিকস অ্যান্ড ইভ্যালুয়েশন, বিশ্বব্যাংক ও ল্যানসেট-এর যৌথ গবেষণায় দেখা গেছে ২০১৫ সালে বাংলাদেশে ১৪.৩ শতাংশ লোক হিপন্ডের রক্তনালীর রোগ (ইসকিমিক হার্ট ডিজিজ) এ মারা গেছে। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান (নিপোর্ট)-এর তথ্যানুযায়ী গত বছর ১ লাখ ১৭ হাজার ৪০৩ জন মানুষ হূদরোগে মৃত্যুবরণ করেছে। ভুল জীবন যাপন, অসঙ্গত খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের অভাবে বিশ্বব্যাপী হূদরোগীর সংখ্যা প্রতিদিন বেড়ে চলেছে। বাংলাদেশ তার ব্যতিক্রম নয় বরং অজ্ঞানতা এবং ভেজাল খাদ্যের ছড়াছড়িতে বাংলাদেশে হূদরোগীর সংখ্যা বাড়ছে। হূদরোগ প্রতিরোধের লক্ষ্যে প্রতি শনিবার সাপ্তাহিক হার্ট সেমিনার করে আসছে সাওল হার্ট সেন্টার। এখানে জানানো হয়, যে সব কারণে হার্টের রোগ হয় তা থেকে দূরে থাকলে কোনো মানুষেরই হার্টের রোগ হবে না। আর যারা হার্টের রোগী তারা সেই ১৫টি কারণ সরালে আর হার্টের রোগী থাকবে না। লাইফ স্টাইল চেঞ্জই হার্টের অসুখ তৈরি ও বৃদ্ধির সহায়ক। তাই এ পরিবর্তনে গুরুত্ব দিতে হবে।

মোহন রায়হান, চেয়ারম্যান, সাওল হার্ট সেন্টার, বাংলাদেশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর