বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
টিপস্

খাঁটি মধু চেনার উপায়

স্বাস্থ্য ডেস্ক

খাঁটি মধু চেনার উপায়

১. খাঁটি মধুর গন্ধ হবে মিষ্টি ও আকর্ষণীয়। আর এর স্বাদ হবে মিষ্টি, কোনো ঝাঁঝালো ভাব থাকবে না।

২. বেশ কিছুদিন ঘরে রেখে দিলে মধুতে চিনি জমতেই পারে। কিন্তু যদি মধুর পাত্রসহ গরম পানিতে কিছুক্ষণ রাখেন, তাহলে এই চিনি গলে মধু আবার স্বাভাবিক হয়ে আসবে। ৩. গ্লাস বা বাটিতে খানিকটা পানি নিন। এবার এতে এক চামচ মধু দিন।

যদি মধু পানির সঙ্গে মিশে যায়, তাহলে বুঝবেন যে এটা খাঁটি মধু নয়। কারণ আসল মধুর ঘনত্ব পানির চাইতে অনেক বেশি, তাই সহজেই মিশবে  না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর