শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

হেলথ্ টিপস

হেলথ্ টিপস

আমরা অনেকেই আছি যারা কথায় কথায় বলি মাইগ্রেনের সমস্যা। আসলে মাইগ্রেন একটি বিশেষ ধরনের মাথাব্যথা, যেটি প্রায়ই আঘাত হানে। এটি সাধারণত মাথার যে কোনো এক পাশের একটি স্থান থেকে শুরু হয়ে আস্তে আস্তে সেই পাশের পুরো স্থানেই বিস্তৃত হয়। রোগীর দৃষ্টিবিভ্রম এবং  বমির ভাব থাকতে পারে।  মাইগ্রেন কেন হয় তা পুরোপুরি জানা যায়নি। বলা হয়ে থাকে, রক্তে সেরোটোনিন অথবা ফাইভ এইচটির মাত্রা পরিবর্তিত হলে মস্তিষ্কে স্বাভাবিক রক্তপ্রবাহ ব্যাহত হয়। মস্তিষ্কের বহিরাবরণে যে ধমনীগুলো আছে সেগুলো মাথাব্যথার প্রারম্ভে স্ফীত হয় এবং ফুলে যায়। তবে এটি বংশগত হতে পারে। এটি পুরুষ অপেক্ষা মহিলাদের বেশি হয়। মাসিকের সময় বেশি হয়। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর