সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
প্রেসক্রিপশন

আক্কেল দাঁতের যন্ত্রণা

একজন পূর্ণ বয়স্ক মানুষের মুখের ওপর ও নিচের পাটিতে ১৬টি করে মোট ৩২টি স্থায়ী দাঁত থাকে। একেবারে পেছনে উপরে ও নিচে একটি করে মোট চারটি দাঁতকে তৃতীয় পেষণ বা সাধারণ ভাষায় আক্কেল দাঁত বলে। এ দাঁতগুলো সাধারণত ১৭ বছর বয়সের পরে ওঠে। অনেক সময় এই দাঁত ওঠার পরিমিত জায়গা না পেলে বা কোনো কারণে বাধাগ্রস্ত হলে অথবা বাঁকা হয়ে থাকলে রোগীকে বেশ সমস্যায় ফেলে। এ ধরনের রোগীকে প্রথমে মুখের এক ধরনের এক্স-রে (ওপিজি) করার পরামর্শ দিয়ে আক্রান্ত দাঁতটির অবস্থান নির্ণয় করা হয়। অনেক সময় আক্রান্ত দাঁতটির উপরিভাগের মাড়ি শক্ত হলে দাঁত ওঠার সময় তীব্র ব্যথা এবং প্রদাহ হতে পারে। মাড়ি ফুলে রক্ত ও পুঁজ পড়তে পারে এবং রোগীর স্বাভাবিক খাবার খেতে কষ্ট হয়। এ রোগীকে অ্যাকিউট পেরিকরোনাইটিস বলে। এক্স-রেতে যদি দাঁতটির অবস্থান স্বাভাবিক দেখা যায় তবে প্রথমে প্রয়োজনীয় ওষুধ দিয়ে প্রদাহকে নিয়ন্ত্রণ করতে হবে। তারপর দাঁতের একটি শল্যচিকিৎসা করে আক্রান্ত দাঁতের উপরের আবরণটিকে সরিয়ে ফেলা হয়। একে ওপারকিউলেকটমি বলে।

ডা. সাইফুল আলম

মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর