শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
প্রেসক্রিপশন

শ্বেতি রোগ নিয়ে বিভ্রান্তি নয়

স্বাস্থ্য ডেস্ক

শ্বেতি রোগ নিয়ে আমাদের সমাজে অনেক কুসংস্কার ও বিভ্রান্তি রয়েছে। আসলে যে কয়টি রোগের কারণে ত্বক সাদা হয়ে যায়, শ্বেতি তার মধ্যে অন্যতম। কেউ কেউ মনে করেন, কেবল অভিশপ্ত মানুষেরই এ রোগ হয়ে থাকে। আসলে কথাটি ঠিক নয়। আর দশটি রোগের মতো এটিও একটি রোগ। চামড়ায় মেলানোসাইট নামক যে কোষগুলো থাকে সেগুলো ধ্বংস হয়ে গেলেই এ রোগ দেখা দেয়। কিন্তু কেন কোষগুলো  ধ্বংস হয়ে যায় সে ব্যাপারটি এখনো কিন্তু নিশ্চিত করে জানা যায়নি। অনেকে মনে করেন, এন্টিজেন এন্টিবডির বিক্রিয়ার মাধ্যমে মেলানোসাইট নামক কোষটি ধ্বংস হয়ে থাকতে পারে। বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত যে কোনো বয়সেই হতে পারে। এটা সাদা-কালো এবং বাদামি সব বর্ণের লোকদের মধ্যেই হতে দেখা যায় এবং বংশগতভাবেও এ রোগ হতে পারে। তাই শ্বেতি রোগ নিয়ে বিভ্রান্ত না হয়ে যথাযথ সময়ে চিকিৎসা নিতে হবে।

সর্বশেষ খবর