মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

প্রেসক্রিপশন : লংগো অপারেশন

প্রেসক্রিপশন : লংগো অপারেশন

পাইলসের চিকিৎসা নিয়ে বিভ্রান্তির শেষ নেই। সাধারণত এডভান্সড স্টেজ অর্থাৎ থার্ড ডিগ্রি ও ফোর্থ ডিগ্রি পাইলসে অপারেশন প্রয়োজন হয়। পাইলসে জটিলতা দেখা দিলে ও অন্যান্য রোগ যেমন এনাল ফিসারের সঙ্গে পাইলস থাকলেও অপারেশনের প্রয়োজন হয়। এসব পাইলসের অধিকাংশ ক্ষেত্রে বর্তমানে এর আধুনিক যে অপারেশন, অর্থাৎ ‘লংগো অপারেশন’ তা করা সম্ভব। এতে বাইরে কাটা-ছেঁড়া না থাকায় অপারেশন পরবর্তী ব্যথা হয় না বললেই চলে। অপারেশনের সময় রক্তপাত হয় না, রোগী এক দিনের মধ্যে বাসায় চলে যেতে পারেন, তিন/চার দিনের মধ্যে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। পাইলস রোগীদের অপারেশনের ক্ষেত্রে আর একটি ভয় হচ্ছে টয়লেট নিয়ে। পায়ুপথে অপারেশন হয়েছে, টয়লেট কীভাবে হবে এই ভয়ে অনেকে অস্থির থাকেন। এসব রোগীকে নিশ্চয়তা দিতে চাই যে, লংগো অপারেশনের পরপরই রোগী স্বাভাবিকভাবে টয়লেট করতে পারেন। বরং অনেক বড় পাইলস হয়ে গেলে কিংবা পাইলসের সঙ্গে এনাল ফিসার থাকলে এসব রোগীকে টয়লেট করতে খুব কষ্ট হয়। এ অপারেশনের মাধ্যমে এসব সমস্যা দূর হওয়ায় রোগী অপারেশনের পরই আরামে টয়লেট করতে পারেন। অপারেশনের আগে তীব্র ব্যথা বা বাধা কোনোটাই থাকে না। এ অপারেশনে বাইরে কাটা-ছেঁড়া না থাকায় দীর্ঘদিন বেদনাদায়ক ড্রেসিং করতে হয় না। ফলে রোগী যন্ত্রণাদায়ক ড্রেসিং থেকে মুক্ত থাকেন। পাইলস রোগের ক্ষেত্রে  সাধারণ একটি প্রশ্ন থাকে অপারেশনের পর আবার দেখা দেবে কিনা? এ প্রশ্নের উত্তর হচ্ছে ছোট একটি শব্দ না। হাজার হাজার রোগীর মধ্যে হাজারে একজনেরও এ রোগ আবার দেখা দেয়নি।

অধ্যাপক ডা. এসএমএ এরফান

জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল, ধানমন্ডি ঢাকা।

সর্বশেষ খবর