শিরোনাম
শনিবার, ২২ জুলাই, ২০১৭ ০০:০০ টা
টিপস্

পেপের পুষ্টিগুণ

পেপের পুষ্টিগুণ

পুষ্টিগুণে ভরা ফলগুলোর মধ্যে কাঁচা পেঁপে অন্যতম। সহজপাচ্য, সুস্বাদু, পুষ্টিকর ও সারা বছর সব জায়গায় পাওয়া যায় বলে সবজি ও ফল হিসেবে পেঁপের গুরুত্ব সবচেয়ে বেশি। তাই বেশির ভাগ মানুষের খাদ্য তালিকায় স্থান পায় এই ফল। অন্যান্য ফলের তুলনায় পেঁপেতে ক্যারোটিন অনেক বেশি থাকে। কিন্তু ক্যালরির পরিমাণ অনেক কম থাকায় যারা মেদ সমস্যায় ভুগছেন তারা অনায়াসে খেতে পারেন এ ফল। এছাড়াও এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি আছে যা শরীরের জন্য অনেক বেশি দরকারী। এতে বিদ্যমান পুষ্টিগুণ ত্বকের  সংক্রামক থেকে রক্ষা করে।  — হেলথ জার্নাল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর