শিরোনাম
শনিবার, ১২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

হেলথ টিপস

স্বাস্থ্য ডেস্ক

হেলথ টিপস

যদি আপনার শিশুকে কোনো প্রাণী কামড়ায় তাহলে  আপনাকে খোঁজ নিয়ে জানতে হবে, কোন ধরনের প্রাণী কামড় দিয়েছে- পোষা, বেওয়ারিশ নাকি বুনো, উসকানোর ফলে নাকি বিনা উসকানিতে আক্রমণ করেছে, হালনাগাদ প্রাণীর প্রতিষেধক দেওয়া আছে, প্রাণীটিকে কি চিহ্নিত অথবা আটক করা গেছে। কী করবেন: যদি আপনার শিশুকে কোনো কিছুতে কামড়ায়, তাত্ক্ষণিক কামড়ানোর স্থানটি অনেকক্ষণ ধরে সাবান ও পানি দিয়ে ধোবেন। ক্ষতস্থান ড্রেসিং দিয়ে ঢেকে দেবেন। শিশুকে স্বস্তি দেবেন। শিশুকে পোষা কুকুর বা বিড়াল কামড়ালে জানুন প্রাণীর হালনাগাদ প্রতিষেধক দেওয়া আছে কিনা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর