মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

জেনে রাখা ভালো

বর্তমান প্রেক্ষাপটে মানুষের গড় আয়ু বেড়েছে। সারা বিশ্বেই এখন প্রবীণ ব্যক্তির সংখ্যা বেড়ে চলেছে, যা ২০৫০ সালে ৯.৫ বিলিয়ন মানুষের মাধ্যে ২ বিলিয়ন মানুষ থাকবে ৬০ বছর বা তার অধিক বয়সের। এ ছাড়া ৪০০ মিলিয়ন মানুষ থাকবে যাদের বয়স ৮০ বছর কিংবা তারও অধিক। আর এই অধিক সংখ্যক প্রবীণ ব্যক্তির বিভিন্ন স্বাস্থ্য সমস্যার মধ্যে ডিজেনারেটিভ ডিজিজ বা বয়স বৃদ্ধিজনিত সমস্যা বেশি থাকবে। যেমন— হাড়ের ক্ষয়জনিত সারভাইক্যাল-স্পন্ডাইলোসিস, লাম্বার-স্পন্ডাইলোসিস, অস্টিও-আথ্রাইটিস, স্ট্রোকজনিত প্যারালাইসিস বা শারীরিক অক্ষমতা, ডিমেনশিয়া, পারকিনসন ডিজিজ, অস্টিও-পোরোসিস ইত্যাদি।

এর কারণে ঘাড় ব্যথা, কোমর ব্যথা. হাঁটু ব্যথা, কাঁধে ব্যথা ইত্যাদি সমস্যার কারণে প্রবীণ ব্যক্তিরা তাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারেন না এবং অধিকাংশ প্রবীণ ব্যক্তি ডায়াবেটিস, হাই-পারটেনশন বা উচ্চ রক্তচাপ, কিডনি রোগ ইত্যাদি অসুখে ভুগে থাকেন। এই প্রবীণ জনগোষ্ঠীকে

ব্যথামুক্ত ও স্বাভাবিক জীবনযাপনের উপযোগী রাখতে ফিজিওথেরাপি ভূমিকা পালন করবে। এক পরিসংখ্যান অনুযায়ী দেখা যায় গড় আয়ু বাড়ার সঙ্গে প্র্রতি বছর ৫ মিলিয়ন স্ট্রোকজনিত বিকলাঙ্গতা, ১০ মিলিয়ন ডিমেনশিয়ার রোগী ও ৩২ ভাগ বয়স্ক মানুষের হাঁটাচলার সময় পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। এসব সমাধানে ফিজিওথেরাপি চিকিৎসা

অগ্রণী ভূমিকা পালন করবে।

ডা. এম ইয়াছিন আলী

চেয়ারম্যান, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর