বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
প্রেসক্রিপশন

পাইলস অপারেশন নিয়ে কিছু কথা

পাইলসের অপারেশন নিয়ে বিভ্রান্তির শেষ নেই।

এছাড়া রয়েছে তর্ক-বিতর্কও। অনেকে বছরের পর বছর পাইলসের যন্ত্রণায় ভুগছেন, অনেকের রক্ত যেতে যেতে রক্তশূন্য হয়ে গেছেন, কিংবা ভালো মন্দ কিছু খান না, বিয়েবাড়িতে যান না। কারণ এতে পাইলসের প্রকোপ বেড়ে যায়। কিন্তু এত কিছুর পরও যদি তাকে পাইলসের অপারেশনের কথা বলা হয় তাহলে আঁতকে উঠেন। তারা কোনোভাবেই অপারেশন করতে চান না, তারা বলেন, ডাক্তার সাহেব, যে কোনো চিকিৎসা দিন, অপারেশনের কথা বলবেন না।  এই অপারেশন ভীতির কারণ কি? কোনো কোনো রোগী বলেন পাইলস অপারেশন করলে ভালো হয় না, আরও খারাপ হয়, কেউ কেউ বলেন পাইলসের অপারেশন একবার করলে বারবার করতে হয়, আমার পরিচিত এক রোগীকে তিনবার অপারেশন করতে হয়েছে। কেউ কেউ বলেন পাইলস অপারেশন করলে পায়ুপথ নষ্ট হয়ে যায়, পায়খানা করা যায় না, আবার এমনো রোগী আছেন যারা বলেন পাইলস অপারেশন করলে ক্যানসার হয়ে যায়। তার পরিচিত এক রোগীর নাকি হয়েছে। এসব বক্তব্য সত্য। প্রকৃতপক্ষে রোগীদের বক্তব্য আংশিক সত্য। আংশিক সত্য এই কারণে যে, বাংলাদেশের অধিকাংশ পাইলস রোগী (বা পায়ুপথের অন্য রোগ) এখনো কুসংস্কার বা হাতুড়ে চিকিৎসকের শরণাপন্ন হন। এসব ক্ষেত্রে অসংখ্য রকম জটিলতা যেমন পায়ুপথ সরু হয়ে যাওয়া, পায়ুপথে মল ধরে রাখতে না পারা, তাদের মাধ্যমে বারবার অপারেশন করা ইত্যাদি খুব কমন। প্রকৃতপক্ষে পাইলসের অপারেশনসমূহ শতভাগ নিরাপদ। বিশেষত বর্তমান প্রেক্ষাপটে লংগো মেশিনের সাহায্যে যে অপারেশন করা হয় তাতে রোগী অতি দ্রুত প্রায় ব্যথাহীনভাবে সুস্থ হয়ে উঠছেন। আসলে পায়ুপথ স্থানটি অতি স্পর্শকাতর হওয়ায় যথাযথ অপারেশন না করলে বিভিন্ন সমস্যা হতেই পারে। বর্তমানে বাংলাদেশে এই রোগের খুব ভালো চিকিৎসা হচ্ছে। এমনকি বিদেশ থেকেও রোগীরা বাংলাদেশে এসে চিকিৎসা নিচ্ছেন। তাই এসব ক্ষেত্রে অবহেলা না করে দ্রুত চিকিৎসা নেওয়া উচিত। প্রাথমিক অবস্থায় চিকিৎসা না নিলে একটা পর্যায়ে জটিলতা অনেক বেড়ে যায়। আমাদের মনে রাখতে হবে এসবক্ষেত্রে প্রতিকার নয় প্রতিরোধ সর্বদা উত্তম।

অধ্যাপক ডা. এসএমএ এরফান

জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল, ধানমন্ডি, ঢাকা।

ফোন: ০১৮৬৫৫৫৫৫১১

সর্বশেষ খবর