মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
প্রেসক্রিপশন

শিশুদের জন্য মায়ের দুধের বিকল্প নেই

শিশুদের জন্য আদর্শ খাদ্য হিসেবে মায়ের দুধের কোনো বিকল্প নেই। যার মধ্যে শিশুর মানসিক, শারীরিক এবং গঠনগত পরিপূর্ণ বিকাশের সব ধরনের ভিটামিন, প্রোটিন এবং চর্বি জাতীয় উপাদান সঠিকমাত্রায় বিদ্যমান। মায়ের দুধে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা যা একটি শিশুকে রোগ জীবণাু যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া প্রতিরোধে সহায়তা করে। সেই সঙ্গে শিশুকে অ্যালার্জি ও হাঁপানিতে আক্রমণের আশঙ্কাকে কমিয়ে দেয় অনেকাংশে। যেসব শিশুকে জন্মের প্রথম ছয় মাস কোনো রকম ফরমুলা বা বাজারজাত দুধ ছাড়া শুধু মায়ের বুকের দুধ পান করানো হয় তাদের কানের ইনফেকশন, শ্বাসতন্ত্রের সমস্যা এবং ডায়রিয়া হওয়ার ঝুঁকি থাকে বহুলাংশে কম। সেই সব শিশুকে হাসপাতালে বা ডাক্তারের কাছে শরণাপন্ন হওয়ার ইতিহাসও কম দেখা যায়। মায়ের বুকের দুধ পানে শিশুদের শুধু রোগ প্রতিরোধ ক্ষমতাই বাড়ে তা নয়, পরবর্তীতে তাদের মস্তিষ্কের বিকাশেও এটির কার্যকরী ভূমিকা আছে এবং মায়ের সঙ্গে শিশুর সংস্পর্শ ও চোখের দৃষ্টি আদান-প্রদানে মা ও শিশুর মধ্যে একটি দৃঢ়বন্ধন তৈরি হয় যা শিশুকে একটি নিরাপদ আশ্রয়ের নিশ্চয়তা দেয়। একটি জরিপে দেখা গেছে, ব্রেস্ট ফিডিং শিশুর আকস্মিক মৃত্যুর ঝুঁকি থেকে প্রতিহত করে। ব্রেস্ট ফিডিং শুধু শিশুর ক্ষেত্রেই নয়, মায়ে ক্ষেত্রেও রয়েছে এর অনেক উপকারিতা। ব্রেস্ট ফিডিংয়ের মাধ্যমে মায়েদের শরীরের অতিরিক্ত ক্যালরি খরচ হয়ে যায়, এতে মা গর্ভধারণের সময় যে অতিরিক্ত ওজন ধারণ করে তা কমতে সাহায্য করে এবং এই সময় অক্সিটসিন হরমোন শরীর থেকে বের হয় যা প্রসব-পরবর্তী রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করে এবং ওভারিয়ান ও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয়।

ডা. এমএস মলি, এইচএমও, ঢাকা মেডিকেল কলেজ।

সর্বশেষ খবর