সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

জেনে রাখা ভালো

গর্ভাবস্থায় শুধু যে শারীরিক জটিলতাই হয় তা নয়। মানসিক এমন অনেক জটিলতা রয়েছে যা গর্ভাবস্থায় হয় এবং তাতে গর্ভধারিণী মা ও শিশু অনেক অসুবিধার সম্মুখীন হয়। এখানে এমন কিছু জটিলতা নিয়ে আলোচনা করা হয়েছে যা গর্ভধারণের আগে বা পরে হয়ে থাকে। * সবসময় বিষণ্ন থাকা ও মন খারাপ থাকা। * আনন্দদায়ক কাজের প্রতি অনীহা বা কোনো আকর্ষণ না দেখানো। * খাদ্যাভ্যাসে পরিবর্তন ও খাবারে রুচি না থাকা। * সঠিক মাত্রায় না ঘুমানো বা ঘুম না আসা।

* কোনো কাজের জন্য শক্তি না পাওয়া বা দুর্বল লাগা। * কোনোকিছুর চিন্তাভাবনা বা কোনোকিছুতে মনোযোগ প্রদানে অসুবিধা হওয়া। * নিজেকে মূল্যহীন, অপরাধী ভাবা এবং তার দরুন নিজেকে সংকীর্ণ ভাবা। * সর্বোপরি জীবনকে মূল্যহীন ভাবা ও বেঁচে থাকার অর্থ হারিয়ে ফেলা। মূলত গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের জন্য এ ধরনের চিন্তা মনের মাঝে আসতে পারে। তাই এসময় চিকিৎসা নিতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে পরিবার ও আপনজনের যথাযথ পরামর্শ ও মানসিক আশ্রয়, গর্ভকালীন মানসিক জটিলতার একমাত্র কার্যকর চিকিৎসা।

ডা. এমএস মলি

এইচএমও, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর