শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

প্রেসক্রিপশন

মেচতা খুব সাধারণ একটি চর্মরোগ। গালে বা কপালে কালো অথবা বাদামি বর্ণের ছোপ ছোপ দাগ দেখা গেলে তাকে আমরা মেচতা বা মেচেতা বলি।

কাদের হয় : মধ্যবয়সী মহিলাদের এ রোগ বেশি দেখা যায়। পরিসংখ্যান অনুযায়ী ৩০ শতাংশ মহিলা আক্রান্ত হয় এবং পুরুষদেরও মেচতা হয়ে থাকে। ইদানীং অল্প বয়সী মেয়েদের মেচতা দেখা যাচ্ছে।

সমস্যা : কোনো রকমের চুলকানি বা জ্বালা যন্ত্রণা হবে না, কিন্তু দেখতে খারাপ দেখায় এবং  বিব্রত অবস্থায় পড়তে হয়।

কেন হয় : নানা কারণে মেচতা হতে পারে, তবে সবচেয়ে বেশি কারণ হচ্ছে সূর্যের অতি বেগুনি রশ্মি। তাছাড়া কিছু জন্মনিরোধক বড়ি, নিম্নমানের প্রসাধন সামগ্রী ব্যবহার ইত্যাদি।

চিকিৎসা : সঠিক চিকিৎসা যেমন সঠিক মাত্রার সান্সক্রিন, হাইড্রোকুইনোন, কিছু ঔষুধ সেবনের মাধ্যমে এ রোগ উপশম করা যায়। অনেক সময় লেজার চিকিৎসার প্রয়োজন হয়।

প্রতিরোধ : সূর্যের অতি বেগুনি রশ্মির সংস্পর্শে কম আসা এবং সঠিক চিকিৎসা ছাড়া কারও পরামর্শে মুখে কিছু ব্যবহার থেকে বিরত থাকা।

তাই এ বিষয়ে যত্নবান হতে হবে।

ডা. তুষার সিকদার

চর্মরোগ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর