সোমবার, ২৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা

প্রেসক্রিপশন : পা ফাটা রোগ

প্রেসক্রিপশন : পা ফাটা রোগ

পায়ের গোড়ালি বা পায়ের তলা ফেটে যাওয়া একটি বিব্রতকর সমস্যা। এ ধরনের সমস্যাকে বলা হয় ক্র্যাকডহিল। সুন্দর ও পরিচ্ছন্ন পা সবার প্রত্যাশা। কারও কারও সারা বছর পা ফাটা সমস্যা থাকে। বিভিন্ন কারণে পা ফেটে যায়। অন্যতম কারণের মধ্যে পায়ের আর্দ্রতা কমে যাওয়া। বিভিন্ন রোগ যেমন : সোরিয়াসিস, সিফিলিস, লাইকেন প্লেনাস, ক্যান্সার, আর্সেনিক ইত্যাদি। মহিলাদের ক্ষেত্রে মাসিক বন্ধ হলে, এমনকি শীত বা গরমেও পা ফেটে যায়। আবার জন্মগত বিভিন্ন জিন সম্পর্কিত ত্রুটির কারণে পা ফাটে। পা ফাটলে পায়ের গোড়ালিতে যন্ত্রণা হতে থাকে। দীর্ঘদিন পা ফাটা থাকলে পায়ে ইনফেকশন হতে পারে এবং পায়ে ব্যথা অনুভূত হয়, পা ফুলে যায়। হাঁটা চলাতে অসুবিধা হয়। পা ফাটা রোগ থেকে ক্যান্সারসহ অনেক রকমের জটিলতা হতে পারে।

মুক্ত থাকার উপায় : প্রথমে বলে রাখি পরিষ্কার-পরিচ্ছন্নতা জীবনের জন্য অপরিহার্য। পা নিয়মিত পরিষ্কার রাখা, পা ধোয়ার সময় কুসুম গরম পানি ব্যবহার করা, খালি পায়ে বাইরে না হাঁটা, নরম জুতা বা স্যান্ডেল ব্যবহার করা অবশ্যই কর্তব্য। পায়ে যদি কোনো রকমের প্রদাহ বা ঘা হয় তবে পানি লাগানো যাবে না। পানি লাগলে ঘা শুকাতে দেরি হবে এবং ইনফেকশন হবে। পা বেশি ফেটে গেলে হাঁটা বন্ধ রাখতে হবে। পায়ে পেট্রো-লিয়াম জেলি ব্যবহার করা যেতে পারে। অবহেলা না করে জটিলতা এড়াতে প্রাথমিক অবস্থায় চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

ডা. তুষার সিকদার, চর্মরোগ বিশেষজ্ঞ এবং কনসালটেন্ট, ট্রমা সেন্টার, শ্যামলী, ঢাকা।

সর্বশেষ খবর