বুধবার, ৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
জেনে রাখা ভালো

লাম্বার স্পন্ডাইলোসিস

মেরুদণ্ডকে মেডিকেল পরিভাষায় কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন-ঘাড়ের অংশটুকু সারভাইক্যাল স্পাইন, পিঠের অংশকে থোরাসিক স্পাইন, কোমরের অংশকে লাম্বার স্পাইন ও কোমরের নিচের অংশকে সেকরাল স্পাইন বলে। দুইটি অংশে ঘাড় বা সারভাইক্যাল স্পাইন ও কোমর বা লাম্বার স্পাইন। যেহেতু লাম্বার স্পাইনে মুভমেন্ট বা নড়াচড়া বেশি হয়। এর ফলে মেরুদণ্ডের এই অংশে  ক্ষয় বেশি হয়ে থাকে।

কোমরের মেরুদণ্ডের এই ক্ষয় হয়ে যাওয়াকে লাম্বার স্পন্ডাইলোসিস বলা হয়।

এ রোগে ব্যথা কোমর থেকে পায়ের দিকে ছড়িয়ে যায়;  করণীয় : এই রোগে কোমরের মেরুদণ্ডের হাড় কিছুটা ক্ষয় হয় এবং কিছু কিছু ক্ষেত্রে কশেরুকার প্রান্তগুলোতে নতুন হাড়ের সৃষ্টি হয়। অস্টিওফাইট বলে এবং মেরুদণ্ডের দুই কশেরুকার মধ্যবর্তী স্থানের দূরত্ব বা ডিক্স স্পেস কমে যায়।

মূলত লাম্বার স্পন্ডাইলোসিসে এই দূরত্ব বাড়ানোই চিকিৎসা।

ডা. এম ইয়াছিন আলী

চেয়ারম্যান, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর