বুধবার, ৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

হেলথ টিপস্

স্বাস্থ্য ডেস্ক

দাঁতের সেনসিটিভিটি থেকে মুক্তি পেতে হলে সবার আগে কিছু ভুল ভাঙ্গাতে হবে। জেনে নেয়া যাক ভুল ধারণাগুলো এবং তার সত্যতা- ১. ক্যাভিটির কারণে দাঁতের সেনসিটিভিটি হয়: হ্যাঁ, ক্যাভিটি দাঁতের সেনসিটিভিটি হওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কারণ, তবে শুধুমাত্র ক্যাভিটির কারণেই এই সমস্যা হয়- এই ধারণাটা ভুল। মূলত সেনসিটিভিটি দেখা দেয় দাঁতের ক্ষয় থেকে, তবে ক্ষয় ছাড়াও এ সমস্যা হতে পারে।

২। শুধুমাত্র ঠাণ্ডা-মিষ্টিজাতীয় খাবারে সেনসিটিভিটি হয়: ডেন্টিনের সংস্পর্শে গরম বা ঠাণ্ডা, মিষ্টি বা টক জাতীয় কিছু লাগলেই তা দাঁতের অভ্যন্তরের নার্ভকে সরাসরি আঘাত করার মাধ্যমে সেনসিটিভিটি তৈরি করে এর ফলে দাঁত শিরশির করবে। শুধুমাত্র ঠাণ্ডা-মিষ্টিজাতীয় কিছু খেলেই সেনসিটিভিটি হয়-এই ধারণাটা ভুল।

৩। সেনসিটিভিটি সাময়িক, একসময় আপনাআপনি ঠিক হয় এটি ভুল ধারণা। সেনসিটিভিটির সমস্যা দেখা দিয়ে আবার তা সেরে যায়। তবে যখন সমস্যা দেখা দেয়, তখন যদি এর সঠিক চিকিৎসা না করা হয়, তাহলে তা বারবার ফিরে আসবে এবং কষ্ট দিতে থাকবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর