সোমবার, ১৩ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
জেনে রাখা ভালো

পাইলস কি গোপন রোগ?

মধ্যবয়সী আসিফ সাহেব (ছদ্মনাম) একদিন এসে বললেন ডাক্তার সাহেব লজ্জার কথা, এমন রোগ হয়েছে কাউকে বলতে পারি না, কারও সঙ্গে আলোচনা ও করতে পারি না, কিন্তু আজ ১০ বছর ধরে ভুগছি। নানাজনের নানা পরামর্শ শুনে, বলতে পারেন অপচিকিৎসায় কোনো ওষুধ বাকি রাখিনি। কিন্তু যা হওয়ার হয়েছে, এখন পায়খানাই বন্ধ হওয়ার উপক্রম। পরীক্ষা করে দেখা গেল তার পাইলস হয়েছিল, এখন গ্যানগ্রিন হয়ে গেছে দীর্ঘদিন পায়ুপথের বাইরে Obstructed অবস্থায় থেকে থেকে। প্রকৃতপক্ষে এরকম অনেক রোগীই মনে করেন পাইলস ও পায়ুপথের বিভিন্ন রোগ গোপন রোগ যা গোপন করে রাখতে হবে, প্রকাশ হলে যেন অত্যন্ত লজ্জার বিষয়, মহিলাদের ক্ষেত্রে বিষয়টি আরও বেশি। এভাবে গোপন রাখতে গিয়ে কেউ কেউ বিভিন্ন অপচিকিৎসার শিকার হন, আর রোগও অনেক জটিল আকার ধারণ করে। আসলে পাইলস বা পায়ুপথের এসব রোগ কোন গোপন রোগ নয়। পায়ুপথ শরীরের অন্যান্য অঙ্গের মতই একটি অঙ্গ। বরং অনেক বেশি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা ছাড়া কারও চলা সম্ভব নয়। আর শরীরের অন্যান্য অঙ্গের মতই এই অঙ্গে অসুখ-বিসুখ হতে পারে। শারীরিক গঠনের কারণে বা খাদ্যাভ্যাসের কারণে অনেক রোগীর স্বাভাবিকভাবেই পাইলস, ফিসার ইত্যাদি রোগ পায়ুপথে হতে পারে। ঠাণ্ডা লাগলে যেমন সর্দি কাশি হতে পারে, অনেকের এজমা, ডায়াবেটিস ইত্যাদি বংশগতভাবে হয়ে থাকে। পায়ুপথের রোগগুলোও তেমনি। এসব রোগ গোপন রোগ নয়। তাই লজ্জা করে রোগ গোপন করে রোগকে জটিল করা উচিত নয়।  বড় কথা হচ্ছে কোলন এবং পায়ুপথে ক্যানসার হতে পারে যার লক্ষণও পাইলস বা এ জাতীয় রোগের মতো। তাই এসব রোগ হলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অধ্যাপক ডা. এসএমএ এরফান

 কোলোরেকটাল সার্জন  জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল, ধানমন্ডি, ঢাকা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর