বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

যে কারণে ফ্রিজে কাঁচা ডিম রাখা ঠিক নয়

হেলথ জার্নাল

যে কারণে ফ্রিজে কাঁচা ডিম রাখা ঠিক নয়

খাবার নষ্ট হয়ে যাওয়ার ভয়ে তা ফ্রিজে ঢুকিয়ে দেওয়ার একটা বদভ্যাস কমবেশি সবারই আছে। মাছ, মাংস, সবজি, খাবার-দাবার নষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা করতে আমরা ফ্রিজে রাখি। আসলে আমাদের প্রচলিত একটা বোধ আছে যে, জিনিস ফ্রিজে ঢুকিয়ে দিলেই ভালো থাকে। এই বদভ্যাসের হাত থেকে ডিমও রেহাই পায় না। কাঁচা ডিম ফ্রিজে রাখাটাই সঠিক বলে মনে করা হয়। কিন্তু, অনেকেই জানেন না যে, ফ্রিজে ডিম থাকলে কী কী ক্ষতি হয়। গবেষকদের মতে, সাধারণত একটি ডিমে ১৩টি প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ পদার্থ থাকে। এতে ৬ গ্রাম অত্যন্ত উচ্চমাত্রার প্রোটিন থাকে। ডিম যে কোনো মানুষের খাদ্যাভ্যাসের সুষম আহার বলেই বিবেচিত হয়। কিন্তু অতিরিক্ত ঠাণ্ডায় এসব খাদ্য উপাদানের অনেকগুলোই নষ্ট হয়ে যায়।

১. ফ্রিজের ঠাণ্ডা কাঁচা ডিমের মধ্যে থাকা ‘খাদ্যগুণ’ নষ্ট করে দেয়। ২. ডিমের মধ্যে বেশকিছু খনিজ পদার্থ থাকে, যা স্বাস্থ্যের পক্ষে ভালো। ফ্রিজের ঠান্ডা ওই খনিজ পদার্থগুলো অকেজো করে দেয়। ৩. ডিমের মধ্যে থাকা ‘অ্যাক্টিভ এনজাইম’ ঠাণ্ডায় নষ্ট হয়ে যায়। ৪. ব্যাক্টেরিয়ার সংক্রমণ হওয়ার প্রবণতা বাড়ে। ৫. ঠাণ্ডায় থাকা ডিমে ব্যাক্টেরিয়া সংক্রমণে টাইফয়েডে আক্রান্ত হওয়ার আশঙ্কা বহুলাংশে বেড়ে যায়। 

সর্বশেষ খবর