বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

অনিয়মিত মাসিকের কারণ

অনিয়মিত মাসিকের কারণ

অনিয়মিত মাসিকের কারণ: ১) হরমোন জনিত সমস্যা, সাধারণত ইস্ট্রজেন, প্রজেস্টেরন হরমোনজনিত সমস্যা। ২) খাদ্যাভ্যাসজনিত সমস্যা। ৩) অতিরিক্ত স্থূলতা। ৪) অতিরিক্ত ওজন হ্রাস। ৫) মানসিক চাপা ৬) বিষগ্নতা। ৭) থাইরয়েড হরমোনের সমস্যা। ৮) জীবনযাত্রার মানের পরিবর্তন। ৯) অতিরিক্ত রাত জাগা।  প্রতিকার: ১) মেডিকেশন যেমনঃ নন স্টেরয়ডাল এন্টি ইনফ্লামেটোরি ড্রাগ। (NSAIDs) ২) অনিয়মিত মাসিকের সঙ্গে ব্যথা থাকলে গরম শেক বা হট কম্প্রেশন দেওয়া। ৩) জন্ম বিরতিকরণ পিলস দিয়েও চিকিৎসা করা হয়। ৪) অনেক ক্ষেত্রে ইজেক্টেবলস হরমোন থেরাপিও দেওয়া হয়। ৫) অবিবাহিত, বিবাহিত দুই ক্ষেত্রেই ডাক্তারের শরণাপন্ন হয়ে পৃথক চিকিৎসা নিতে হবে। তাই এ বিষয়ে আমাদের আরও সচেতন হতে হবে।

ডা. এম এস মলি, এমবিবিএস, এমফিল (খাদ্য ও পুষ্টি, ডিইউ)।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর