রবিবার, ৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

গর্ভকালীন ত্বকের সমস্যা

গর্ভকালীন ত্বকের সমস্যা

গর্ভাবস্থায় নারীর দেহে কিছু ফিজিওলজিক্যাল পরিবর্তন সাধিত হয়। এই সময় পিটুইটারি, থাইরয়েড ও অ্যাডরিনাল গ্রন্থির কর্মকাণ্ড বৃদ্ধি পায়। ফলে বিভিন্ন ধরনের প্রোটিন ও ষ্টেরয়েড হরমোন তৈরি হয়ে থাকে। এরই প্রভাবে যেসব রোগ বা উপসর্গ তৈরি হয় —

পিগমেন্টেশন : গর্ভবতী মায়ের স্ত্তনের বোঁটা ও তার আশপাশের ত্বক, কালচে রংয়ের হয়। কিছু সংখ্যক ক্ষেত্রে বগল ও উরুতেও এ ধরনের পরিবর্তন দেখা যায়। উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে মুখে মেছতা হওয়া যা কি না অন্তত ৫০ ভাগ ক্ষেত্রেই গর্ভাবস্থায় হতে দেখা যায়। প্রসব করার পর কিছুদিনের মধ্যেই এই পরিবর্তিত

রং আবার আগের অবস্হায় ফিরে আসার সম্ভাবনা থাকে।

চুল : অনেক ক্ষেত্রেই গর্ভবতীর মুখে সামান্য পরিমাণ বা তার চেয়ে কিছু বেশি পরিমাণে অবাঞ্ছিত লোম গজাতে দেখা যায়, যা সাধারণত প্রসবের পর অনেকটাই কমে যায়। তবে জটিল গর্ভাবস্থার সৃষ্টি (কারও কারও) হলে কিংবা অপারেশনের মাধ্যমে প্রসব করিয়ে থাকলে যদি অস্বাভাবিক রকমের শারীরিক বা মানসিক চাপ হতে দেখা যায় তবে কোনো কোনো ক্ষেত্রে প্রসবের ১ থেকে পাঁচ মাসের মধ্যে সাংঘাতিক রকমের চুল পড়ে গেলেও প্রায় ক্ষেত্রেই পুনরায় স্বাভাবিক অবস্থায় তা ফিরে আসে।

ত্বক ফাটা : গর্ভাবস্থহায় ত্বকের ওপর চাপ পড়ে। পেট বড় হওয়ার কারণে ত্বক প্রসারিত হতে থাকে। একপর্যায়ে যখন আর প্রসারণ ঘটার ক্ষমতা থাকে না, তখন ত্বকে ফাটল ধরে। ৯০ ভাগ গর্ভবতীর ক্ষেত্রে

এ অবস্থার সৃষ্টি হয়ে থাকে। পেট ছাড়াও Hip, Buttock এ এই পরিবর্তন হয়ে থাকে।

Pemphigoid এবং tationist : গর্ভাবস্থায় এই রোগ কখনো কখনো হতে দেখা যায়। এক্ষেত্রে ফোস্কা থাকবে আর সঙ্গে থাকবে চুলকানি। যদিও রোগটি কম হতে দেখা যায় কিন্তু যদি হয়ে বসে তাহলে কিন্তু কষ্ট আর যন্ত্রণা দেয়।

Prurigo of Pregnancy : এক্ষেত্রে গর্ভবতীর পেটে লালচে দানা হতে দেখা যায়। বেশির ভাগ ক্ষেত্রেই গর্ভবতীর শেষের ৩ মাসে হয়ে থাকে। এই দানা এক হয়ে মিশে গিয়ে পুরো স্থানেই একটা লালচে ভাব সৃষ্টি করে। এতে থাকে অস্বাভাবিক রকমের চুলকানি। এ অবস্থায় রাত্রে গর্ভবতী ঘুমাতে পারে না চুলকানির কারণে। কখনো কখনো চুলকানির ফলে কষ ঝরতে থাকে। এগুলো ছড়াতে Buttock ও Thighতেও ছড়িয়ে পড়তে পারে। কখনো কখনো বাহুতে এবং পায়েও ছড়িয়ে পড়তে পারে। তবে সাধারণভাবে এটি প্রসবের পরপরই ভালো হয়ে যায়।

Impetigo Herpetiformist : এটি সেরিয়াসিসের রোগের একটি বিশেষ গ্রুপ বা ধরন।

ডা. দিদারুল আহসান, চর্মরোগ বিশেষজ্ঞ

আল-রাজী হাসপাতাল, ফার্মগেট, ঢাকা।

সর্বশেষ খবর