বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

অলস শরীর হৃদরোগের আস্তানা

অলস শরীর হৃদরোগের আস্তানা

শরীরে চর্বি জাতীয় পদার্থ জমা হতে হতে শারীরিক ওজন বৃদ্ধি পেয়ে মানুষ মোটা হওয়াসহ মেদভূড়ি বৃদ্ধি পেতে থাকে। একবার মেদভূড়ি বৃদ্ধি পেয়ে মানুষ মোটা হয়ে গেলে তা পরিশ্রম করার ক্ষমতা আরও কমিয়ে দেয়। ফলে মানুষ আরও অলস আরও মোটা হতে থাকে এবং এই চক্র থেকে বেরিয়ে আসার পথ রুদ্ধ হয়ে পড়ে। কায়িকশ্রমের অভাবে যেমন ডায়াবেটিস সৃষ্টি করে, তেমনি ডায়াবেটিস চিকিৎসা গ্রহণ করে রক্তে সুগার নিয়ন্ত্রণে অলসতা বাধার সৃষ্টি করায় ডায়াবেটিস অনিয়ন্ত্রিত অবস্থায় বিদ্যমান থাকে। কায়িকশ্রমের অভাবে রক্তে দুষ্ট কোলেস্টেরলের (টিসি, এলডিএল ও টিজি) মাত্রা বৃদ্ধি পায় এবং বন্ধু কোলেস্টেরলের (এইচডি এল) মাত্রা কমে যায়। ফলে আমাদের রক্তনালিতে স্তূপাকারে কোলেস্টেরল (চর্বি) জমা হতে হতে রক্তনালিতে ব্লকের সৃষ্টি করে। হৃৎপিন্ডের রক্তনালিতে ব্লকের ফলে মানুষ হার্ট অ্যাটাক ও ইসকেমিক হার্ট ডিজিজে আক্রান্ত হয়ে থাকে। মস্তিষ্কের রক্তনালিতে ব্লকের ফলে মানুষ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ, বাকশক্তি হারানো, দৃষ্টিশক্তি হারানো, শ্রবণশক্তি হারানো ও প্যারালাইসিসের মতো জটিলতায় পতিত হয়ে থাকেন। হাতে পায়ের রক্তনালি ব্লকের ফলে মানুষ গ্যাংগ্রিন (পচন ধরা) নামক অসুস্থতায় আক্রান্ত হন। কিডনির রক্তনালিতে ব্লকের ফলে কিডনি বিকল হয়ে মারাত্মক অবস্থার সৃষ্টি করে। কায়িকশ্রমের অভাবে সৃষ্ট রক্তনালিতে কোলেস্টেরল বা চর্বি জমা হওয়া,   রক্তের সুগার বৃদ্ধি পাওয়া ইত্যাদি কারণে বহুমুখী প্রভাবের ফলে রক্তচাপ বৃদ্ধি পেতে থাকে এবং ব্যক্তি হাইপ্রেসার বা উচ্চরক্তচাপ রোগে আক্রান্ত হয়ে পড়েন। কায়িকশ্রমের অভাবে সৃষ্ট ডায়াবেটিস, রক্তে উচ্চমাত্রা কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, ওজন আধিক্য, মেদভূড়ি, রক্তনালিতে ব্লক বা রক্ত সরবরাহের প্রতিবন্ধকতা সৃষ্টি, কিডনির কর্মক্ষমতা হ্রাস ইত্যাদির সমন্বয়ে হৃৎপিন্ডের ওপর অশুভ প্রতিক্রিয়ার সৃষ্টি করে এবং তার সঙ্গে হৃৎপিন্ডের রক্তনালিতে ব্লক হয়ে জটিল ধরনের হৃদরোগ সৃষ্টি করে। ফলে মানুষ অনেক অল্প বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে। প্রাথমিক অবস্থায় হৃদরোগের লক্ষণসমূ হ শুধু পরিশ্রমকালীন সময়েই পরিলক্ষিত হয় এবং পরিশ্রম বন্ধ করে দিলে বা বিশ্রাম গ্রহণ করলে অতিদ্রুত (কয়েক মিনিট) তা সম্পূর্ণরূপে দূরীভূত হয়ে যায়। হৃদরোগের প্রাথমিক উপসর্গ হলো পরিশ্রমে যেমন-হাঁটাহাঁটি, সহজে ক্লান্ত হয়ে পড়া, বুক ধড়ফড় করা, মাথা ঘোরা, বুকে চাপ সৃষ্টি বা বুক ব্যথা।

ডা. এম শমশের আলী (কার্ডিওলজিস্ট)

সিনিয়র কনসালটেন্ট (প্রা.), ঢাকা মেডিকেল

কলেজ ও হাসপাতাল, ঢাকা।

সর্বশেষ খবর