আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ প্রেমের দেবতা শুক্রাচার্য, বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতু ও সেনাপতি মঙ্গলের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে বৃষ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। ক্যারিয়ার ব্যবসা অর্থভাগ্য চমকে দেবে। সহকর্মী ও অংশীদারদের মন জুগিয়ে চলতে হবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সতর্ক থাকা শ্রেয় হবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট হবে। অমাবস্যার অন্ধকার জেঁকে বসবে। ব্যবসা-বাণিজ্যে লোকসান গুনতে হবে। শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট থাকবে। ঘুষ উৎকোচসহ দুনম্বরী কাজ থেকে দূরে থাকুন।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
ডাকযোগে চেক মানিঅর্ডার বিকাশ আসবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। প্রেমীযুগলের প্রেমের স্বীকৃতি মিলবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। পরিবারে নতুন মুখের আগমন ঘটবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরুদ্ধার হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
সুখ ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসবেন। নিত্যনতুন ব্যবসার পরিকল্পনা বাস্তবায়িত হবে। বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে। শিক্ষার্থীদের জন্য মাইলফলক হয়ে থাকবে। মামলা-মোকদ্দমায় জয়ী করবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। শুত্রু ও বিরোধী পক্ষদের পরাস্ত করবেন।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। নতুন নতুন স্বপ্ন পূর্ণ হবে। দুর্ভাগ্য দূর হয়ে সুদিনের সূর্য ফোকাস মারবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালংকার আসতে পারে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভফল প্রদান করবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। মিথ্যা দুর্নাম, বদনাম কলঙ্ক চাপতে পারে। নেশা মদ্য জুয়া থেকে সতর্ক থাকুন। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক হবে। অর্থ কড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। প্রেমীযুগলের প্রেমের তাজমহল রচিত হবে। নিঃসন্তান দম্পতির মুখে হাসির ঝলক ফুটবে। সপরিবারে কাছেপিঠে যাওয়ার সম্ভাবনা। লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়াবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
বিষাক্ত কীটপতঙ্গ থেকে বাঁচতে সতর্ক থাকুন। শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি জাগ্রত হবে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন। কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। মামলা-মোকদ্দমায় জয়ী করবে। গৃহবাড়ি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূর্ণ হবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। মালিক ভাড়াটিয়া মতানৈক্য দূর হবে। জমিজমা সংক্রান্ত গোলযোগ মীমাংসা হবে। জীবন সাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন। কন্যা সন্তানদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
ক্যারিয়ার ব্যবসা অর্থভাগ্য চমকে দেবে। ধৈর্য, সাহস, মনোবল বাড়বে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়িত হবে। ব্যাংক ব্যালেন্স বাড়বে। শূন্য পকেট পূর্ণ হবে। ধার কর্জ ঋণমুক্ত হবেন। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভফল প্রদান করবে। শিক্ষার্থীরা পরিশ্রমী অধ্যবসায়ী হলে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। দুর্যোগের মেঘ কাটবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। শত্রু ও বিরোধীরা পরাস্ত হয়ে পড়বে। সুনাম যশ প্রতিষ্ঠার পথ খুলবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি পাবেন।