রবিবার, ২৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা

মানুষ কেমন

মহাদেব সাহা

মানুষ কেমন, বুঝতে বুঝতে এতো আলো, এতো মেঘ।

 

মানুষ কি মাটির কলসভরা ঠাণ্ডা জ্বলের মতো শিশির সকাল

মন্ত্রপূত অতোশি পাথর, আদম বৃক্ষের ফল,

মানুষ কি ঝিনুকের বুকে কালো মাটি, শস্যজল?

 

মানুষ কি বুঝতে বুঝতে এতো প্লাবনপ্রবাহ, নদীর কল্লোল

নক্ষত্রলোকে এতো অস্থির উল্লাস,

এতো জাগরণ, বিনাশ, বেদনা

মানুষ কেমন বুঝতে বুঝতে এতো অশ্রুবিন্দু, এতো ক্ষয়।

 

মানুষ কেমন বুঝতে বুঝতে এতো মেধা, এতো শ্রুতি

এতো শ্লোক, স্তোত্র, সামগান,

বুঝতে বুঝতে এতো স্থিতি, ধ্যান, তপোবন;

 

মানুষ কেমন বুঝতে বুঝতে এতো উজ্জ্বলতা, এতো অন্ধকার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর