বুধবার, ২২ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

বাজারে এইচপির নতুন টাচস্ক্রিন ল্যাপটপ

বাজারে এইচপির নতুন টাচস্ক্রিন ল্যাপটপ

প্রতিনিয়ত বাজারে আসছে নিত্য নতুন প্রযুক্তি। বাজারে টিকে থাকতে এইচপি এমন একটি ল্যাপটপ নিয়ে এসেছে যা এবার গ্রাহকদের সুবিধা অনুযায়ী ৩৬০ ডিগ্রী ঘুরবে ল্যাপটপের স্ক্রিন৷ বাজারে আসা এইচপির প্যাভিলিয়ন ১১-এন০১৬টিইউ এক্স৩৬০–এ এমনই অভিনব সুবিধা পাওয়া যাবে বলে জানা গেছে।

১১.৬ ইঞ্চির নতুন এই টাচস্ক্রিন ল্যাপটপটিতে রয়েছে চার জিবি ডিডিআরথ্রি র‌্যাম এবং ৫০০ জিবি হার্ডডিস্ক। ল্যাপটপটিতে রয়েছে উইন্ডোজ ৮.১। প্রসেসর ২.১৭ গিগাহার্টজ এবং পেন্টিয়াম এন৩৫২০। এতে রয়েছে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড। যার ফলে গ্রাহকরা বিভিন্ন গেম খেলার আনন্দ উপভোগ করতে পারবেন। পাশাপাশি রয়েছে ব্লুটুথ, ওয়াইফাই, ইউএসবি পোর্ট, এইচডিএমআই পোর্ট, কার্ড রিডার ও হেডফোন জ্যাক।

নতুন এই ল্যাপটপে অত্যাধুনিক একগুচ্ছ সুবিধা থাকার ফলে খুব সহজেই গ্রাহকদের মন কাড়বে বলে আশাবাদী সংস্থাটি। এইচপির নতুন এই ল্যাপটপটি কিনতে গ্রাহকদের খরচ করতে হবে মাত্র ৩৯.৯৯০ টাকা।

বিডি-প্রতিদিন/২২ অক্টোবর, ২০১৪/মাহবুব

সর্বশেষ খবর