বুধবার, ২২ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

মাইক্রোসফট প্রধানের বেতন ৫১৭ কোটি টাকা

মাইক্রোসফট প্রধানের বেতন ৫১৭ কোটি টাকা

মাইক্রোসফট প্রধান সত্য নাদেলাকে তার কোম্পানি চলতি বছর বিশাল অফার দিয়েছে। ভারতীয় বংশোদ্ভূত সত্য নাদেলাকে ২০১৩-১৪ সময়ের জন্য মোট ৮ কোটি ৪৩ লক্ষ ডলার অর্থাৎ প্রায় ৫১৬ কোটি ৫৭ লক্ষ টাকা বেতন হিসেবে দেওয়া হয়েছে।

এই বিপুল পরিমাণ অর্থ তিনি বেতন হিসেবে পেয়েছেন। এর মধ্যে ৩৬ লক্ষ ডলার পেয়েছেন বোনাস হিসেবে। এছাড়াও ৭ কোটি ৯৮ লক্ষ ডলারের  শেয়ার পেয়েছেন। তবে এই স্টকগুলো তিনি ২০১৯ সলারে আগে বিক্রি করতে পারবেন না।

সম্প্রতি মহিলা কর্মচারীদের প্রতি নাদেলার মন্তব্য নিয়ে সারা বিশ্বে হৈচৈ পড়েছিল। তিনি বলেছিলেন, নারীদের বেতন বাড়ানোর জন্য কথা বলার প্রয়োজন নেই। বরং ভালো বেতন পেতে প্রচলিত পদ্ধতির ওপর বিশ্বাস রাখলেই চলবে। তবে পরে এজন্য কোম্পানির মহিলা কর্মচারীদের কাছে ক্ষমাও চেয়েছিলেন তিনি।

বিডি-প্রতিদিন/ ২২ অক্টোবর ২০১৪/শরীফ

সর্বশেষ খবর