বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

ইন্টারনেট ব্যবহারে আমেরিকাকে পিছনে ফেলল ভারত

ইন্টারনেট ব্যবহারে আমেরিকাকে পিছনে ফেলল ভারত

২০১৪ শেষে ইন্টারনেট ব্যবহারে আমেরিকাকে ছাড়িয়ে যাবে ভারত। IAMAI I IMRB তরফে সমীক্ষার রিপোর্টে বুধবার একথা জানানো হয়েছে। সংস্থার 'ইন্টারনেট ইন ইন্ডিয়া-২০১৪' শীর্ষক এক রিপোর্টে বলা হয়েছে, ২০১৪ ডিসেম্বরের শেষে ভারতে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা হবে ৩০২ মিলিয়ন। বর্তমানে আমেরিকায় ২৭৯ মিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করেন এবং ভারতে ইন্টারনেট ব্যবহার করেন বর্তমানে ২৭৮ মিলিয়ন। রিপোর্টে আরও বলা হয়েছে, গ্রামীণ ভারতে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২০১৩ থেকে ২৭ শতাংশ বেড়ে হয়ে দাঁড়িয়েছে ১৭৭ মিলিয়ন। ২০১৪ শেষে সেই সংখ্যা হবে প্রায় ১৯০ মিলিয়ন। রিপোর্ট অনুযায়ী, এক বছরের মধ্যেই ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২০০ থেকে ৩০০ মিলিয়নে পৌঁছবে বলে জানানো হয়েছে।

ইনফোটেক ডেস্ক

 

 

 

সর্বশেষ খবর