বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

এবার অদৃশ্য হওয়ার ফর্মুলা!

প্রযুক্তির দুনিয়ায় সবই সম্ভব, এমনটাই মনে করেন বিজ্ঞানীরা। আর তাই অসম্ভবকে সম্ভব করার চেষ্টায় নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। এমনকি বাদ নেই, অদৃশ্য হওয়ার পদ্ধতি আবিষ্কারের চেষ্টাও। আর বিজ্ঞানীদের মতে, অদৃশ্য হওয়ার ফর্মুলা আবিষ্কারের পথে অনেকটাই এগিয়েছেন তারা। সম্প্রতি জাপানের এক বিজ্ঞানী দল কিছু ইঁদুর নিয়ে গবেষণা চালায়। প্রথম ধাপে ইঁদুরগুলো মারা গেলেও অদৃশ্য হওয়ার ফর্মুলা খুঁজে পেয়েছেন, বলে দাবি করছেন বিজ্ঞানীরা। টোকিও বিশ্ববিদ্যালয় ও রিকেন কুয়ানটেটিভ বায়োলজি সেন্টারের বিজ্ঞানীরা জানান, তারা একটি ইঁদুরকে প্রায় অদৃশ্য করতে পেরেছে বর্ণহীন করে। এর আগে ইঁদুরের একটি অঙ্গের ওপর প্রয়োগ করে দেখা হয়েছিল। কিন্তু এখন ইঁদুরের পুরো শরীরকে অদৃশ্য করা গেছে। ইনফোটেক ডেস্ক

সর্বশেষ খবর