বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

ডেস্কটপ বনাম ল্যাপটপ

ডেস্কটপ বনাম ল্যাপটপ

এক স্থানে বসে অনেক কাজ করতে হলে ডেস্কটপ আর কম্পিউটিংয়ের প্রয়োজন যদি একই স্থানে সব সময় না হয় তবে ল্যাপটপ বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ। অন্যদিকে কম্পিউটিং শক্তির প্রয়োজনে এবং বেশি সময় ধরে সিস্টেম চালু রাখতে ডেস্কটপই উত্তম। বিভিন্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন তৈরি, ভিডিও এডিটিংয়ের কাজ এবং হাই অ্যান্ড থ্রিডি গেম খেলার প্রয়োজনে ল্যাপটপের তুলনায় ডেস্কটপই এগিয়ে আছে। কোনো মেশিন কেনার সময় ক্রেতারা তাদের বিবেচনায় যেটিকে আরামদায়ক মনে করবেন সেটিই বেছে নেবেন। এ ক্ষেত্রে বিবেচনায় রাখতে হবে কম্পিউটারটিকে কি কোনো ওয়ার্কস্টেশন হিসেবে ব্যবহার করা হবে নাকি কোথাও যাওয়ার সময় এটিকে সঙ্গী হিসেবে নিতে হবে। যদি শেষেরটি হয় তবে ল্যাপটপ কেনাই ভালো। ক্লাসিক্যাল ডেস্কটপ বা অল-ইন-ওয়ান উভয় মেশিনের ক্ষেত্রেই সব প্রযুক্তিই মনিটরের সঙ্গে প্যাক করে রাখা হয়। আর দুই ধরনের মেশিনকেই ডেস্কে ব্যবহার করা যায়। কিন্তু যারা মেশিন বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজন সবার সঙ্গেই উপভোগ করতে চান তাদের জন্য মোবাইল কম্পিউটারই হবে সুবিধাজনক। কেবল ব্যবহারের বিষয়টিই নয়, যখন পারফরমেন্স বিষয়টি বিবেচনা করা হবে তখন আরও কিছু বিষয় নজরে রাখতে হবে। পারফরমেন্সের ক্ষেত্রে সিপিইউ ছাড়াও হার্ড ড্রাইভের আকার, গ্রাফিক্স সিস্টেম এবং র‌্যামের কথাটাও ভাবতে হবে। দ্রুততর প্রসেসর ভালো, একথা সত্যি হলেও কম্পিউটার বেছে নেওয়ার ক্ষেত্রে প্রসেসরের ক্ষমতাই সবকিছু নয়। তবে কেবল যদি ইন্টারনেট ব্রাউজিং এবং মাইক্রোসফট অফিস প্রোগ্রাম ব্যবহার করা হয় তবে সিপিইউ কেমন হবে সেটি তেমন গুরুত্বপূর্ণ বিষয় নয়। তবে ভিডিও-এডিটিংয়ের কথা মাথায় আনলে অনেক বেশি ক্ষমতার র‌্যামের প্রয়োজন হবে। অনেক দ্রুত এবং অনেক ক্ষমতার হার্ড ড্রাইভ স্টোরেজ প্রয়োজন হবে। এক্ষেত্রে বেছে নিতে হবে ডেস্কটপ। ল্যাপটপে যদিও গেম খেলা যায় তবে এক্ষেত্রে গ্রাফিক্সয়ের মান কেমন হবে সেটি বিবেচনায় রাখতে হবে। যেখানে ডেস্কটপের যন্ত্রাংশ সহজেই পরিবর্তন করা যায় সেখানে ল্যাপটপের যন্ত্রাংশ পাল্টানো বেশ জটিল। কম্পিউটার কেনার সময় কম্পিউটারের স্বাভাবিক ক্ষমতাকে উপেক্ষা করা উচিত নয়। আর এ সুবিধা ল্যাপটপের ক্ষেত্রে মোটেও নেই। ডেস্কটপের ক্ষেত্রে মনিটর, কিবোর্ড, মাউস ছাড়াও অনেক যন্ত্রাংশের সংযোগ ব্যবহার করা যায়। কিন্তু ল্যাপটপে সে সুবিধা কম। তাই কম্পিউটার কেনার সময় যাচাই-বাছাই করে কাজের উপযোগী এবং নিজের সুবিধার কথা চিন্তা করেই সে ডিভাইসটি কেনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। * ইনফোটেক প্রতিবেদক

 

 

সর্বশেষ খবর