বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

সপ্তাহব্যাপী আওয়ার কোডিং

সপ্তাহব্যাপী আওয়ার কোডিং

কোডিং শেখার কোনো বয়স নেই। নেই কোনো সুনির্দিষ্ট পথপরিক্রমা। তবে এ কোডিংই হবে আগামী দুনিয়ায় যন্ত্র ও মানবের সেতুবন্ধ। তাই আগামী প্রজন্মকে কোডিংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে বিশ্বজুড়ে পালিত হলো কোডিং ঘণ্টা।

বিশ্বের ১৮০টি দেশের মতো বাংলাদেশেও পালিত হয়েছে কোডিং ঘণ্টা। গত ৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া ৭৭ হাজার ৪১১ ঘণ্টার এই আয়োজন শেষ হলো রোববার। বিশ্বজুড়ে ঘণ্টাব্যপী কোডিং পাঠ নিয়েছে কোটি শিক্ষার্থী। লেটস লার্ন কোডিং কমিউনিটির উদ্যোগে রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অডিটরিয়ামে অনুষ্ঠিত এই কোডিং ঘণ্টার সমাপনী দিনে অংশ নেন স্ট্যানফোর্ড, ইউডা, ইউআইইউ ও আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরিচিতি পর্বে লেটস লার্ন কোডিং প্রতিষ্ঠাতা সুমন মোল্যা সেলিম বলেন, বর্তমানে চাকরি বাজারের ৬০ ভাগ ক্ষেত্রেই কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের চাহিদা রয়েছে। * ইনফোটেক ডেস্ক

 

 

সর্বশেষ খবর