বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

মোবাইলে হানা দিচ্ছে ভাইরাস!

সাবধান! আপনার ফোন থেকে ছবি, ভিডিও, এসএমএস চুরি হয়ে যাচ্ছে, কিন্তু আপনি টেরই পাচ্ছেন না। আপনার ফোন থেকে আরেকজনের ফোনে চলে যাচ্ছে এসএমএস। কিন্তু আপনি জানছেন না। এটা শুধু একটা উদাহরণ। এরকম হাজারো উল্টাপাল্টা কাজ করছে স্মার্টফোনগুলো। কারণ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ঢুকে পড়েছে মারাত্মক ভাইরাস। সাইবার বিশেষজ্ঞরা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের বিশেষভাবে সতর্ক থাকতে বলেছেন নয়া ভাইরাসের হাত থেকে বাঁচতে।

বিশেষজ্ঞরা বলছেন, এই নয়া সমস্যার জনক আসলে এক মারাত্মক ট্রোজান। আপনার স্মার্টফোন থেকে তথ্য চুরি করছে, এমনকি আপনার কনট্যাক্ট লিস্টও অজান্তেই হ্যাক হয়ে যাবে। ফোন থেকে আপনার অনুমতি ছাড়াই কয়েকটি কন্ট্যাক্টের কাছে চলে যাবে এসএমএস। এই মারাত্মক ভাইরাসের নাম অ্যান্ড্রয়েড এসএমএস অ্যান্ড। ব্যক্তিগত তথ্য অ্যান্ড্রয়েড থেকে মুছে দিচ্ছে এই ট্রোজান। ভারতের গবেষকরা একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, এই ভাইরাস ফোনে ঢুকে কয়েকটি নম্বর বেছে নিয়ে সেখানে এসএমএস পাঠাচ্ছে ইউজারের অজান্তেই। * ইনফোটেক ডেস্ক

 

 

সর্বশেষ খবর