শিরোনাম
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

ইমেইল করে মহাকাশে রেঞ্চ

ইমেইল করে মহাকাশে রেঞ্চ

ইমেইলে পাঠানো রেঞ্চ হাতে ব্যারি ইমেইল করে মহাকাশে রেঞ্চ পাঠালো নাসা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কমান্ডার ব্যারি উইলমোরের একটা রেঞ্চ দরকার পড়ল। কিন্তু সেখানে ওরকম কিছু ছিল না। বাধ্য হয়ে পৃথিবীতে অবস্থিত মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার কাছে সাহায্য চাইতে হলো। এখন একটা রেঞ্চ পাঠাতে যদি আরেকটি রকেট উৎক্ষেপণ করতে হয় তাহলে যেমন সময়সাপেক্ষ তেমনি প্রচুর অর্থ খরচের ব্যাপার। তো, নাসা করল কী, একটা রেঞ্চের ডিজাইন করে সেটা কমান্ডার ব্যারিকে ইমেইল করল, ব্যস! এটা পাঁচ বছর আগেও অবিশ্বাস্য মনে হলেও এখনকার হিসেবে কিন্তু আর অসম্ভব কোনো কাজ করেনি নাসা। পৃথিবী থেকে মহাকাশ স্টেশনে বা কোনো মনুষ্যবাহী রকেটে হালকা যন্ত্র এখন ইমেইল করে পাঠানো কোনো ব্যাপারই না! কারণ থ্রিডি প্রিন্টার এখন মানুষের হাতের মুঠোয়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জন্য থ্রিডি প্রিন্টার তৈরি করেছে মেড ইন স্পেস নামে ক্যালিফোর্নিয়াভিত্তিক একটি কোম্পানি। এরাই ওই রেঞ্চের ডিজাইনটা করে দিয়েছে। এ কারণেই সে রেঞ্চটি নতুন কোনো রকেটে করে পাঠাতে এক মাস সময় লেগে যেত তা মুহূর্তেই হয়ে গেল। কোনো মহাকাশচারীর ব্যবহারে থ্রিডি প্রিন্টের জন্য বস্তুর ডিজাইন পাঠানো এটাই প্রথম।- ইনফোটেক ডেস্ক

 

 

সর্বশেষ খবর