মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

ভারতের স্থায়ী বাসিন্দা হচ্ছে গুগল

ভারতের স্থায়ী বাসিন্দা হচ্ছে গুগল

মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পর তথ্যপ্রযুক্তি দুনিয়ার এক নম্বর সংস্থার স্থায়ী ঠিকানা হতে চলেছে ভারত। হ্যাঁ, স্থায়ী দফতর হিসেবে ভারতকেই বেছে নিল গুগল। শীঘ্রই ভারতের হায়দরাবাদে চোখ ধাঁধানো ক্যাম্পাস তৈরি করতে চলেছে গুগল। বিশ্বের নানা দেশে অফিস থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের অফিস ছাড়া কোথাও সংস্থার স্থায়ী ক্যাম্পাস নেই। সবই ভাড়া নেওয়া। ভারতই হতে চলেছে গুগলের তৃতীয় পাকাপাকি ঠিকানা। শীঘ্রই হায়দরাবাদের ক্যাম্পাসের জন্য তেলেঙ্গানা সরকারের সঙ্গে একটি স্বাক্ষর করছে গুগল। তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ দফতরের সচিব জানিয়েছেন, গুগল হায়দরাবাদেই তাদের স্থায়ী ক্যাম্পাস তৈরি করতে চলেছে। বর্তমানে হায়দরাবাদে গুগলের অফিসটি ভাড়া নেওয়া। তবে প্রকল্পটি কবে হচ্ছে, সে ব্যাপারে এখনই কিছু জানাতে রাজি হয়নি তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ দফতর। তিন-চার মাসের মধ্যেই চুক্তি চূড়ান্ত হয়ে যাবে। 'হাইটেক সিটি' হায়দরাবাদকে ওয়াইফাই সিটি করার জন্য ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে তেলেঙ্গানা সরকার।

 

 

 

সর্বশেষ খবর