মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

হোয়াটস অ্যাপের পথে হ্যাংআউট

হোয়াটস অ্যাপের পথে হ্যাংআউট

গুগল আপডেট করল তাদের হ্যাংআউট অ্যাপ। নয়া এই আপডেটে যোগ হচ্ছে 'লাস্ট সিন', 'ভিডিও ফিল্টার' মতো নয়া বৈশিষ্ট্যগুলোকে। এখানেই শেষ নয়, নয়া আপডেটে হ্যাংআউটে যোগ হচ্ছে বেশ কিছু 'স্টিকার' প্যাক। নয়া আপডেটের ফলে এবার থেকে ব্যবহারকারীরা ভিডিও ফিল্টার করতে পারবেন বলে জানা গেছে। অর্থাৎ, কোন ধরনের ভিডিও আপনি দেখতে পছন্দ করেন, তা আগে থেকে সংরক্ষণ করে রাখার অপশন পাবেন। এ ছাড়াও যোগ হচ্ছে 'লাস্ট সিন' এই অপশনটি। আপনি শেষবার কখন অনলাইন ছিলেন জানান দেবে এই অ্যাপটি। 'লাস্ট সিন' বৈশিষ্ট্যটি অনেকদিন ধরেই হোয়াটস অ্যাপে আছে। নতুন আপডেটটি শুধু অ্যান্ড্রয়েডের ইউজারদের জন্য করা হয়েছে। খুব তাড়াতাড়ি IOS-এর ক্ষেত্রে এই আপডেট করা হবে বলে জানানো হয়েছে গুগলের তরফে। ওয়েবসাইট।

 

 

 

সর্বশেষ খবর