শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

বন্ধ হচ্ছে ক্যান্ডি ক্রাশের আমন্ত্রণ

বন্ধ হচ্ছে ক্যান্ডি ক্রাশের আমন্ত্রণ

যারা ফেসবুকে ক্যান্ডি ক্রাশের আমন্ত্রণে ত্যক্ত-বিরক্ত তাদের জন্য সুখবর! এখন থেকে বিরক্তিকর এই আমন্ত্রণ দেখতে হবে না বলে জানিয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। এমন কাউকে হয়তো আপনি খুঁজে বের করতে পারবেন না যিনি ফেসবুক ব্যবহার করেন অথচ ফেসবুকে ক্যান্ডি ক্রাশ গেমটি খেলার আমন্ত্রণ পাননি। ক্যান্ডি ক্রাশের এই আমন্ত্রণে বেশিরভাগ ব্যবহারকারীই ত্যক্ত-বিরক্ত। তবে এখন থেকে আপনাকে আর এই আমন্ত্রণে বিরক্ত হতে হবে না, কেননা এটি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন মার্ক জাকারবার্গ। সম্প্রতি ভারতের আইআইটি দিল্লির টাউনহলে ফেসবুক ব্যবহারকারীদের ক্যান্ডি ক্রাশের আমন্ত্রণ বন্ধ করার জন্য প্রতিশ্র“তি দেন তিনি। দিল্লির আইআইটির টাউনহলে অনুষ্ঠিত এই ইভেন্টটিতে অনেক প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন এমন ছিল যে, ‘আমি সত্যিই আর কখনো ক্যান্ডি ক্রাশ থেকে কোনো নোটিফিকেশন পেতে চাই না, আমি কীভাবে এটি বন্ধ করতে পারি?’ প্রশ্নটি ব্যাপক ভোট পাওয়ায় জাকারবার্গ প্রশ্নটিকে অনেক গুরুত্ব সহকারে দেখেন এবং এর উত্তরে ক্যান্ডি ক্রাশের আমন্ত্রণ বন্ধের প্রতিশ্রুতি দেন। কিং ডিজিটাল এন্টারটেইনমেন্টের নির্মিত ক্যান্ডি ক্রাশ হচ্ছে ফেসবুকের একটি জনপ্রিয় পাজল গেম যা একজন ফেসবুক ব্যবহারকারী বিনামূল্যেই খেলতে পারেন। গেমটিতে বিভিন্ন রকমের ক্যান্ডি মিলিয়ে তা ভেঙে বিভিন্ন স্তর পার হতে হয় একজন খেলোয়াড়কে। তবে নির্দিষ্ট কয়েকটি ধাপ পার হওয়ার পর আপনাকে আরও এগিয়ে যাওয়ার জন্য নতুন কিছু বন্ধুকে আমন্ত্রণ জানাতে হয় অথবা বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়। বেশিক্ষণ সময় ধরে খেলার জন্য খেলোয়াড়রা তার ফেসবুক লিস্টে থাকা বন্ধুদের আমন্ত্রণ জানায় যা আমরা আমাদের নোটিফিকেশন বারে নোটিফিকেশন হিসেবে দেখতে পারি এবং যারা এই গেমটি পছন্দ করেন না তাদের কাছে এটি একটি চরম বিরক্তির বিষয়। হাস্যকর হলেও সত্যি, আমিও সপ্তাহে সাত থেকে আট বারের মতো এই গেমটি খেলার আমন্ত্রণ বিভিন্ন বন্ধুদের কাছ থেকে পেয়ে থাকি।  জাকারবার্গের মতে এমন কিছু টুলস আছে যেগুলো আউটডেটেড হয়ে গেছে এবং যার সাহায্যে এখনো মানুষকে এরকম গেম বা অ্যাপের আমন্ত্রণ পাঠাতে পারছে অনেকেই যারা সেই অ্যাপ বা গেমটি পূর্বে খেলে দেখেননি। এখন পর্যন্ত সেই টুলগুলো বন্ধ করা হয়নি এবং ফলে ব্যবহারকারীরা বিভিন্ন রকম বিরক্তিকর আমন্ত্রণ পেয়ে থাকেন। - আবির হাসান

সর্বশেষ খবর