শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

অ্যাপ কেনার খরচ বাড়ছে

অ্যাপ কেনার খরচ বাড়ছে

গুগল প্লে স্টোরে অ্যাপ কেনার খরচ আকাশ ছুঁতে চলেছে। খবর অ্যান্ড্রয়েড পুলিশ নামের ওয়েবসাইটের। সম্প্রতি জানা গেছে, ‘ইন-অ্যাপ পারচেস’ (in-app purchases) বা আইএপি-র খরচ বিশ্বজুড়েই এক ধাক্কায় অনেকটা বাড়তে চলেছে। কী এই ইন-অ্যাপ পারচেস? আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে যখন কোনো অ্যাপ ডাউনলোড করতে হয় আপনি কি করেন? না সাধারণত গুগল প্লে স্টোরে যান। সেখানে বহু অ্যাপ সাজানো থাকে, আপনি পছন্দমত ও প্রয়োজনমত অ্যাপগুলো ডাউনলোড করে নেন। বাংলাদেশে সাধারণত ইউজাররা বেশিরভাগ সময়ই বিনামূল্যে যে অ্যাপগুলো মেলে, সেগুলোই ডাউনলোড করার দিকে ঝোঁকেন। কিন্তু এমন বেশ কিছু অ্যাপ রয়েছে, যেগুলো ফ্রিতে ডাউনলোড করা গেলেও, পরে সেই অ্যাপের সব পরিসেবা ব্যবহার করার জন্য ইউজারকে পয়সা খরচ করতে হয়। একেই বলে ইন-অ্যাপ পারচেস। উদাহরণ দিয়ে বললে ব্যাপারটা সহজ হবে। ধরা যাক জি-মেলের কথা। জি-মেল পরিসেবা সাধারণত বিনামূল্যে মেলে। কিন্তু একটা নির্দিষ্ট ‘স্পেস’ পর্যন্ত। তার থেকে বেশি স্পেস ব্যবহার করার জন্য আপনাকে পয়সা খরচ করতে হবে। একেই বলে ইন-অ্যাপ পারচেস। গোটা বিশ্বেই এই ইন-অ্যাপ পারচেসের খরচ বাড়ছে। তাহলে জেনে নিন কোথায় কত খরচ হবে। বাংলাদেশে এবার থেকে অ্যাপ ব্যবহার করার জন্য আপনাকে ২৬-৩৬ হাজার টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে। কানাডায় ২১০-৫০০ মার্কিন ডলার, ব্রিটেনে ১৫০-৩০০ পাউন্ড। -ইনফোটেক ডেস্ক

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর